হবিগঞ্জ প্রতিনিধিঃ ষড়যন্ত্র করিস না-পিঠের চামড়া থাকবে না এই শ্লোগানে ও ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হবিগঞ্জ জেলা শাখার বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছে।
আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলায় এ কর্মসূচী পালন করে। এটিতে ইঞ্জিনিয়ার, পলিটেকনিক ইষ্টিটিউশনের শিক্ষার্থীরা ও কর্মচারীরা অংশ নেয়। এতে সভাপতি করেন ইঞ্জিনিয়ার প্রদীপ কান্তি রায়। এতে বক্তব্য রাখেন মনসুর রশীদ কাজল, কাজি নজরুল ইসলাম, সৈয়দ মোন্তাসীর হাফিজ, সুবাস কুমার চত্রুবর্তী।
বক্তরা বলেন, বেতন বৈষম্য দূরীকরন, পেশাগত সমস্যা, পলিটেকনিক ইষ্টিটিউটের শিক্ষকদের ৮২ পারসেন্ট পর্যন্ত চাকুরী না দেয়া সহ দাবীতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস