হাসপাতালের সামনে হাঁটুপানি

হাসপাতাল কথন,পর্ব-৫

ঝিনাইদহ প্রতিনিধিঃ সামান্য বৃষ্টিতেই হাসপাতালটির সামনে জমে গেছে প্রায় হাঁটুপানি। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রোগী নিতে সমস্যা পোহাচ্ছে স্বজনরা। পানি পার হতে সুবিধার জন্য দেড় হাত পর পর দেওয়া হয়েছে একটি করে ইট। তাতে পানি পার হতে সুবিধার থেকে অসুবিধায় বেশি। অনেকেই ইটের উপর দিয়ে যেতে গিয়ে পানিতে পড়েও যাচ্ছে। অনেকেই আবার ঠাট্টার ছলে বলছেন পানিতে মাছ ছাড়তে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নতুন ভবনের কাজ চলার কারণে ড্রেন বন্ধ রয়েছে। অতিদ্রতই সমস্যা সমাধান করা হবে।

এমন চিত্র ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এতে ভোগান্তির শিকার হতে হচ্ছে হাসপাতালে আসা শত শত রোগী, তাদের স্বজন ও এলাকাবাসীকে। তবে সমস্যা সমাধানে তেমন পদক্ষেপ নেওয়া হয়নি এখন পর্যন্ত। পানি পার হতে কয়েকটি ইট দেওয়া হলেও তা সমস্যা সমাধানে তেমন কাজে আসেনি,বরং অনেকেই ইটের উপর দিয়ে যাওয়ার সময় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পা পড়ে কাপড় ভিজে যেতেও দেখা গেছে।

হাসপাতালে সেবা নিতে আসা এক রোগীর স্বজন সোহেল বলেন, একটি হাসপাতালের সামনের সড়কে যদি এত পানি জমে থাকে তাহলে কী ধরনের ভোগান্তি হচ্ছে ভেবে দেখেন? ফার্মেসি থেকে ওষুধ আনতে হাঁটুপানি মাড়িয়ে যেতে হচ্ছে। রোগী ও স্বজনরা যারা আসছেন তারাও সমস্যায় পড়ছেন। বিষয়টি কর্তৃপক্ষের দ্রæত দেখা উচিত।

হাসপাতালের সামনের ভ্যান স্ট্যান্ডের ভ্যান চালক রফিক বলেন, একটু বেশি বৃষ্টি হলেই হাসপাতালের সামনের গেটে হাঁটুপানি জমে যায়। মানুষের যে কত ভোগান্তি হয় তা চোখের সামনে দেখতে হয়।

এব্যাপারে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুজায়েত হোসেন বলেন, হাসপাতালটিতে নতুন ভবনের কাজ চলছে। আর এই ভবনটি হচ্ছে ওই ড্রেনের উপর দিয়ে। ড্রেন বন্ধ হওয়া কারণে পানি জমছে। কয়েকবার পানি নিষ্কাষনের ব্যবস্থা করা হলেও আবার তা বন্ধ হয়ে গেছে। হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় এব্যাপারে আলোচনা করা হয়েছে। অতিদ্রতই সমস্যা সমাধান করা হবে।

শেখ ইমন/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »