পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে স্বেচ্ছাসেবকলীগের কমিটিতে স্থান পাচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ নিয়ে সংগঠনের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা গেছে, জেলার সদর উপজেলার কমিটি গঠনের জন্য গত ১৫ মে ৫ সদস্য বিশিষ্টি সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়। ওই কমিটি ইউনিয়ন কমিটি গঠনে এমন অনিয়ম করছেন।
সদর উপজেলা স্বেচ্ছা সেবকলীগের একাধীক নেতা অভিযোগ করে জানান, ওই সম্মেলন প্রস্তুত কমিটির মেয়াদ শেষ হলেও তারা পিছনের তারিখ দেখিয়ে উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের আহŸায়ক কমিটি ঘোষনা করেছেন। ওই কমিটিতে সদস্য সচীব পদে স্থান পাওয়া স্থানীয় ইসমাইল হোসেন শেখের পুত্র মো. জালাল হোসেন শেখ এর আগে ওই ইউনিয়ন বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ৩২ নম্বর সদস্য ছিলেন।
এ বিষয়ে জানতে সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক আতিকুল ইসলাম হিরার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, শিকদার মল্লিক ইউনিয়নের স্বেচ্ছা সেবকলীগের সদস্য সচীব পদ পাওয়া মো. জালাল হোসেন শেখ সংগঠনের জাতীয় কমিটির নেতা শেখ জামালের ভাই। তাই তার অনুরোধে তাকে পদ দেয়া হয়েছে। তিনি এর আগে বিএনপির পদে ছিলেন বলে কেহ অভিযোগ বা তথ্য দেন নি।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস