ভিয়েনা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শুক্রবার স্বর্ণের দাম আবার কিছুটা হ্রাস পেয়েছে যুক্তরাজ্যের আশ্রয় নীতিতে বড় ধরনের রদবদল আসছে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বাংলায় দিক নির্দেশনা আগামীকাল লালমোহনে মেজর অব. হাফিজকে গণসংবর্ধনা দেবে বিএনপি লালমোহনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী সরকারের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে ‘গভীর সন্দেহ’ তৈরি হয়েছে : তাহের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আ’লীগ : প্রধান উপদেষ্টা অভিবাসী পুনর্বণ্টনে ইইউর বিশেষ সহায়তা পাবে চার সদস্য দেশ

যাতায়াতের সুবিধায় লালমোহনে এক বছরে ৫৪ কোটি টাকার সড়কের উন্নয়ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • ১৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে সড়ক উন্নয়নে ২০২২-২০২৩ অর্থবছরে ৫৩ কোটি ৭৯ লক্ষ টাকার কাজ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৭ কিলোমিটার নতুন কাচা সড়ক পাকাকরণে ব্যয় হয়েছে ১৪ কোটি ৯৭ লক্ষ টাকা এবং নতুন করে প্রায় ৭১ কিলোমিটার সড়ক মেরামতে ব্যয় হয়েছে প্রায় ৩৮ কোটি ৮২ লক্ষ টাকা। এছাড়া আরো প্রায় ৯ কিলোমিটার সড়ক মেরামতের জন্য টেন্ডার করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে আইআরআইডিপি-৩, সিএডিআরআরআইপি, ভিআরআরপি এবং এফডিআরআইডিপি সহ অন্তত পাঁচটি প্রকল্পের আওতায় এসব সড়ক মেরামত এবং নতুন করে গ্রামীণ সড়ক পাকাকরণ কাজ সম্পন্ন করা হয়। লালমোহন উপজেলা এলজিইডি কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে, এসব সড়ক উন্নয়নের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে স্থানীয় মানুষদের। উপজেলার এসব নতুন সড়ক পাকাকরণ ও মেরামতের সুবিধা ভোগ করছেন উপজেলার লক্ষাধিক মানুষ। এ জন্য তারা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ ব্যাপারে এলজিইডির লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহা জানান, স্থানীয় এমপি মহোদয়ের সহযোগিতা ও নির্দেশনায় সড়ক উন্নয়নের কাজগুলোর গুণগত মান ঠিক রাখতে আমরা সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। কোথায়ও কাজ চলমান থাকলে আমাদের কর্মকর্তারা সঠিকভাবে তা তদারকিও করেন। এর মাধ্যমে আমরা স্থানীয় জনগণকে দুর্ভোগহীন যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছি।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন,  একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি নির্ভরশীল যোগাযোগ ব্যবস্থার ওপর। এ জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এক সময়ের অবহেলিত গ্রাম-গঞ্জকেও উন্নত করতে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনের অধিকাংশ সড়ক উন্নয়ন করা সম্ভব হয়েছে। এখনো যেসব সড়কের কাজ বাকি আছে  তা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।

জাহিদ ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

শুক্রবার স্বর্ণের দাম আবার কিছুটা হ্রাস পেয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যাতায়াতের সুবিধায় লালমোহনে এক বছরে ৫৪ কোটি টাকার সড়কের উন্নয়ন

আপডেটের সময় ০৬:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে সড়ক উন্নয়নে ২০২২-২০২৩ অর্থবছরে ৫৩ কোটি ৭৯ লক্ষ টাকার কাজ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৭ কিলোমিটার নতুন কাচা সড়ক পাকাকরণে ব্যয় হয়েছে ১৪ কোটি ৯৭ লক্ষ টাকা এবং নতুন করে প্রায় ৭১ কিলোমিটার সড়ক মেরামতে ব্যয় হয়েছে প্রায় ৩৮ কোটি ৮২ লক্ষ টাকা। এছাড়া আরো প্রায় ৯ কিলোমিটার সড়ক মেরামতের জন্য টেন্ডার করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে আইআরআইডিপি-৩, সিএডিআরআরআইপি, ভিআরআরপি এবং এফডিআরআইডিপি সহ অন্তত পাঁচটি প্রকল্পের আওতায় এসব সড়ক মেরামত এবং নতুন করে গ্রামীণ সড়ক পাকাকরণ কাজ সম্পন্ন করা হয়। লালমোহন উপজেলা এলজিইডি কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে, এসব সড়ক উন্নয়নের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে স্থানীয় মানুষদের। উপজেলার এসব নতুন সড়ক পাকাকরণ ও মেরামতের সুবিধা ভোগ করছেন উপজেলার লক্ষাধিক মানুষ। এ জন্য তারা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ ব্যাপারে এলজিইডির লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহা জানান, স্থানীয় এমপি মহোদয়ের সহযোগিতা ও নির্দেশনায় সড়ক উন্নয়নের কাজগুলোর গুণগত মান ঠিক রাখতে আমরা সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। কোথায়ও কাজ চলমান থাকলে আমাদের কর্মকর্তারা সঠিকভাবে তা তদারকিও করেন। এর মাধ্যমে আমরা স্থানীয় জনগণকে দুর্ভোগহীন যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছি।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন,  একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি নির্ভরশীল যোগাযোগ ব্যবস্থার ওপর। এ জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এক সময়ের অবহেলিত গ্রাম-গঞ্জকেও উন্নত করতে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনের অধিকাংশ সড়ক উন্নয়ন করা সম্ভব হয়েছে। এখনো যেসব সড়কের কাজ বাকি আছে  তা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।

জাহিদ ইসলাম দুলাল/ইবিটাইমস