ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি বীরশ্রেষ্ট শহিদ ক্যাপ্টেন জাহাঙ্গীর মহিউদ্দীন স্টেডিয়ামে অনুষ্ঠিত সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে গাবখান-ধানসিড়ি ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত ফাইনালে গাবখান-ধানসিড়ি ইউনিয়ন একমাত্র গোলের ব্যবধানে নথুল্লবাদ ইউনিয়নকে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে রাতুল খেলার শেষ মূহুর্তে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এই টুর্নামেন্টে সদর উপজেলার ১০টি ইউনিয়ন দল অংশগ্রহণ করে।
সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, সহ-সভাপতি তরুন কর্মকার।
এসময় বিজয়ী ও বিজিত দলের ইউনিয়ন চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস