ইউরোপ ডেস্কঃ বাংলানিউজ২৪.কম এবং ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮জুন) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সোহেল চৌধুরীর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ সভাপতি আনিসুসজ্জামান, মীর সালাউদ্দিন তরুন, শাহ শরীফ উদ্দিন, অনলাইনে যুক্ত হন কবির আহমেদ, মাশুক আহমেদ চৌধুরী, জাহেদ আহমেদ প্রমুখ।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বনী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী, দ্রুত বিচার কার্যসম্পাদন ও সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবী জানান।
সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা শামছুর রহমান, হুমায়ুন কবির বালু, মোজাক্কির, সাগর-রুণীসহ অর্ধশত সংবাদযোদ্ধা হত্যাকাণ্ডর বিচার আজও পাইনি, অতিতের সকল সংবাদযোদ্ধা হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি গোলাম রাববানী নাদিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত বাস্তবায়ন চাই।
তিনি আরও বলেন, সাগর-রুণি হত্যার বিচার হলে নাদিমকে হারাতে হতো না, ডিজিটাল নিরাপত্তা আইন অতি দ্রুত সংশোধন করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার সুযোগ বন্ধ করতে হবে।
কবির আহমেদ/ইবিটাইমস