মালিতে বিস্ফোরণে আবারও তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

মালিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (২৮ মে) মালির স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ-২) এর একটি টহল দলের একটি মোটর-শেড-এ এই বিস্ফোরণ ঘটে। গুন্ডাম-টোংকা-নিয়াফুংকে হাইওয়ের একটি পাহাড়ের পাশে দুর্গম মরুভূমিতে মোটর-শেডটি টঞ ছিলো। সেখানেই আইইডি বিস্ফোরণের শিকার হয় টহল দল।

সোমবার (২৯ মে) সন্ধ্যায় ঢাকায় পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিস্ফোরণটি হয়েছে মালির টিমবুকটু অঞ্চলের গুন্ডাম সুপার ক্যাম্প থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। এই ঘটনায় পুলিশ সদস্যদের বহনকারী সাজোয়া বাহিনীর যানটিও(এপিসি) ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে, পুলিশ সদর দপ্তর আহত তিন বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ করেনি। টহল দলটি মালিতে জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশনের অংশ (এমআইএনইউএসএমএ)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “টহলরত শান্তিরক্ষীরা রাস্তার মাঝখানে একটি সন্দেহজনক গর্ত দেখতে পান। তারা কৌশলে গর্ত অতিক্রম করার সময় আইইডি বিস্ফোরিত হয়। পুলিশ শান্তিরক্ষীদের বুদ্ধিমত্তা এবং উচ্চ-স্তরের বিস্ফোরণ প্রতিরোধে এপিসিটি’র সক্ষমতার কারণে, তারা আরো বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে।”

উল্লেখ্য যে এমআইএনইউএসএমএ কর্তৃপক্ষ, বিএনএনএফপিইউ-২, এমআইএনইউএসএমএ এবং মালির সদস্যদের অত্যন্ত প্রশংসা করেছে; কারণ তারা পেশাদারিত্ব এবং সতর্কতার সঙ্গে তাদের শান্তিরক্ষার দায়িত্ব পালন করেছেন। মালির এই অঞ্চলে আইইডি বিস্ফোরণ সাধারণ ঘটনা।

এদিকে বিশ্বজুড়ে শান্তি প্রসারে বাংলাদেশের শান্তিরক্ষীদের সাহস ও নিষ্ঠার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। সোমবার (২৯ মে) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, “আমরা সাহসী বাংলাদেশি এবং জাতিসংঘের প্রতিটি শান্তিরক্ষীকে সম্মান জানাই; যারা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে থাকেন। তাদের সাহস এবং নিষ্ঠা একটি পার্থক্য তৈরি করে।”

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাস এ মন্তব্য করেছে। ২০২৩ সালের মার্চ পর্যন্ত, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী দেশ। ১৯৪৮ সাল থেকে, ২০ লাখের বেশি ইউনিফর্মধারী এবং বেসামরিক কর্মী সারা বিশ্বে জাতিসংঘের ফিল্ড মিশনে কাজ করেছেন। সোমবার পালিত জাতিসংঘ শান্তিরক্ষীদের আন্তর্জাতিক দিবসে তাদের অবদান তুলে ধরা হয়।

তথ্যসূত্র: বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যম

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »