ইতালির ভেনিসে শরীয়তপুর বাসির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কাবাব পার্টি অনুষ্ঠিত

স্পেশাল প্রতিনিধি ইতালি: ইতালির ভেনিসে বর্ণাঢ্য আয়োজনে শরীয়তপুর বাসির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কাবাব পাটি মারঘেরা কাতেনা পার্কে অনুষ্ঠিত হয়েছে।

বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়া ঈদ পুনর্মিলনী ও কাবাব পাটি স্পটটি বাংলাদেশি অভিবাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। প্রবাসীদের উপস্থিতিতে পরিণত হয় বাংলাদেশীদের এক মিলন মেলায়।

এ সময় প্রাকৃতিক সৌন্দর্যের সবুজে ঘেরা স্থানে বাংলাভাষীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। শিশুকিশোরদের বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস ছিল।  বিশেষ আকর্ষণ ছিল কয়লার তাপে ঝলসানো মাংস কাবাব।

শরীয়তপুরবাসীর পক্ষে আয়োজকরা হলেন  মো: আলী চৌকিদার, মোঃ বাশার সরদার, মোঃ সুমন বেপারী, মো: মনির মাল, মো: ইবলে বেপারী, মো: শাহিন মৃধা, মো:আলিম মাতব্বর, মোঃ নজরুল লাকুরিয়া, মোঃ স্বপন মৃধা, মোঃ বাহাদুর, মো: মাসুম খালাসি, মো: আ: হক দেওয়ান, আকবর খান।

ঈদ পুনর্মিলনী ও কাবাব পাটি অংশগ্রহণকারী প্রবাসীরা বলেন,  বাংলাদেশ কমিউনিটির মানুষদের একত্রিত করে ঈদ পুনর্মিলনী ও কাবাব পাটি  আমাদের সবাইকে আনন্দঘন একটি মুহুর্ত উপভোগের সুযোগ করে দেয়। পাশাপাশি কর্মব্যস্ততা মধ্যে এরকম আয়োজন আমাদের ক্লান্তি দূর করে। এ সময় এরকম আয়োজন সব সময় অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় বাংলা কমিউনিটির আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »