পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় নারী মাদক ব্যবসায়ী সহ ৪ জনকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। শনিবার (২০মে) ওই দুপুরে ওই চার মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মঠবাড়িয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৯ মে) রাতে উপজেলার সাপলেজা ইউনিয়নের নতুন কচুবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মাদক কারবারী মো. শাহ আলম ওরফে আলম এবং তার স্ত্রী সোয়ানা ওরফে সুপ্রিয়া বেগম (৩০) কে ১ কেজি ২‘শ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে গ্রেপ্তার করেন। আলম ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
এ ছাড়া ওই একই রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাপলেজা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কচুবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় জনৈক শাহ আলম তালুকদার এর বসত বাড়ীর পশ্চিম পাশে কাচা রাস্তার উপর থেকে ৪‘শ ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতরা হলো- নলী চরকগাছিয়া গ্রামের সন্তোশ মিস্ত্রীর ছেলে সমরজিৎ মিস্ত্রী (২০) ও দিলিপ মিত্র‘র ছেলে স্বাধীন মিত্র (২০)।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ২০ মে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস