ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে শুরু হয়েছে মাসব্যাপী গাজন উৎসব প্রস্তুতি।
বিভিন্ন বহুরূপী সম্প্রদায় চৈত্র মাসের প্রথম দিন থেকে এক মাস মহাদেব পার্বতী, রাধাকৃষ্ণের রূপসেজে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের বাড়িতে নাচ গান পরিবেশন করেন এবং তারা এইসকল পরিবার থেকে দান সংগ্রহ করেন। মাসব্যাপী এই নাচ গান পরিবেশন ও অর্থ সংগ্রহ একত্রিত করে চৈত্র মাসের সংক্রান্তীতে বড় করে মহাদেবের পূজা অর্চনা করেন। একেই হিন্দু সম্প্রদায়ের গাজন উৎসব নামে পরিচিত। মূলত মানুষের মঙ্গল কামনায় এই উৎসবের আয়োজন করা হয় এবং চিরায়ত বাংলায় গাজন উৎসব একটি লোকজন উৎসব হিসেবে অনাদিকাল ধরে চলে এসেছে।