ভিয়েনা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় বাস উল্টে আইনজীবী নিহত; আহত ২২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • ২০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস উল্টে অবিনাশ মিত্র নামের এক আইনজীবী নিহত সহ ২২যাত্রী আহত হয়েছেন। সোমাবার (২০ মার্চ) ভোর রাতে উপজেলার মিঠাখালী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত অবিনাশ মিত্র জেলার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ছিলেন। তার বাড়ি উপজেলার আঙ্গুলকাটা গ্রামে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে উপজেলার ঢাকা থেকে ছেড়ে আসা ‘ইমা পরিবহন’এর একটি বাস ৩০জন যাত্রী নিয়ে বরগুনার পাথরঘাটার দিকে যাচ্ছিলেন। ওই রাতে জেলার মঠবাড়িয়া-চরখালী সড়কের খান সাহেবের বাড়ি এলাকায় পৌঁছলে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ওই বাসে থাকা ওই আইনজীবী নিহত হন এবং বাসে থাকা ২২ যাত্রী আহত হন।

বাসে থাকা প্রত্যক্ষদর্শী আহতরা জানান, ওই রাতে ইমা পরিবহণের বাসটি মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভোর রাতের দিকে মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী গ্রামের বাসটি উল্টে গিয়ে সড়কের এক পাশে পড়ে গিয়ে ২২ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফেরদৌস ইসলাম বলেন, হাসপাতালে আনার পর অবিনাশ মিত্র মারা যান। আহত ১৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বাসটিকে আটক করা হয়েছে। বাসের চালক পলাতক। বাসটি উল্টে এক আইনজীবী মানা গেছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় বাস উল্টে আইনজীবী নিহত; আহত ২২

আপডেটের সময় ১২:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস উল্টে অবিনাশ মিত্র নামের এক আইনজীবী নিহত সহ ২২যাত্রী আহত হয়েছেন। সোমাবার (২০ মার্চ) ভোর রাতে উপজেলার মিঠাখালী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত অবিনাশ মিত্র জেলার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ছিলেন। তার বাড়ি উপজেলার আঙ্গুলকাটা গ্রামে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে উপজেলার ঢাকা থেকে ছেড়ে আসা ‘ইমা পরিবহন’এর একটি বাস ৩০জন যাত্রী নিয়ে বরগুনার পাথরঘাটার দিকে যাচ্ছিলেন। ওই রাতে জেলার মঠবাড়িয়া-চরখালী সড়কের খান সাহেবের বাড়ি এলাকায় পৌঁছলে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ওই বাসে থাকা ওই আইনজীবী নিহত হন এবং বাসে থাকা ২২ যাত্রী আহত হন।

বাসে থাকা প্রত্যক্ষদর্শী আহতরা জানান, ওই রাতে ইমা পরিবহণের বাসটি মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভোর রাতের দিকে মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী গ্রামের বাসটি উল্টে গিয়ে সড়কের এক পাশে পড়ে গিয়ে ২২ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফেরদৌস ইসলাম বলেন, হাসপাতালে আনার পর অবিনাশ মিত্র মারা যান। আহত ১৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বাসটিকে আটক করা হয়েছে। বাসের চালক পলাতক। বাসটি উল্টে এক আইনজীবী মানা গেছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস