স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জম্মদিনে পিতার অপুরণীয় স্বপ্ন পুরণ করেছেন শেখ হাসিনা: জ্যাকব

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জম্মবার্ষিকী উদযাপনে বঙ্গুবন্ধুর সমাধি সৌদে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, স্মাট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জম্মদিন। পিতার অপুরণীয় স্বপ্ন পুরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তিজীবনে মুজিব ছিলেন আর রাজনৈতিক জীবনে হয়েছেন বঙ্গবন্ধু । আজ জনগনকে সাথে নিয়ে এমন একজন মহা নায়কের জম্মদিন পালন করতে পেরে গর্ভে বুক ভেসে যায়। ১৭ মার্চ শুক্রবার চরফ্যাসন টাউন হলে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রের সঞ্চালনায় যুবও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জ্যাকব এমপি বলেন, ১৯৭১সালে মার্চ মাসে বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে ঘটনাবহুল এবং গৌরবের মাস। এই মাসজুড়ে বঙ্গবন্ধু অসীম সাহসিকতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য তৈরি করেছেন। ২৫মার্চ যখন পাকিস্তান বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা শুরু করে,তার পরই ২৬মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তাই মার্চ মাস কেবল বঙ্গবন্ধুর জীবন নয়, আমাদের জীবনেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবদ্বীপ্ত একটি দিন।আর এই মাসে আমরা জাকজমকপূর্ণভাবে কেককেটে তাঁর জম্মদিন পালন করছি। হয়তো তিনি বেঁচে থাকলে বুঝতেন বাংলার জনগন তাকে কত ভালবাসে। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগনের ভালবাসা উপলদ্ধি করে দেশে অকল্পনীয় উন্নয়ন করে বিশ্বের কাছে রোল মডেলে হিসেবে পরিচিত পেয়েছেন।

তিনি আরো বলেন, ১৯৭৫সালের ১৫আগস্ট জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তে দেশীয় কয়েকজন বিপদগামী সেনাদের হাতে শহীদ হন তিনি। বঙ্গবন্ধু দেশের জন্য কাজ করায় শত্রুরা ছাড়া আজ সব সরকারি,অধা-সরকারি,স্বায়তশাসিত বেসরকারি,প্রতিষ্ঠান,শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিওসহ বিদেশেও জাতীয় পতাকা উত্তোলন করে,কেক কেটে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী পালন করা হচ্ছে।

চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন প্রমুখ।

অনুষ্ঠান শেষে দলীয় হাজার হাজার নেতা কর্মীদের সাথে নিয়ে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির নেতৃত্বে শহরের উল্লেখযোগ্য সড়কে আনন্দ র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি জ্যাকব বলেন,বঙ্গবন্ধু জেল খেটেছে তবুও তাদের ক্ষমতার কাছে হার মানেনি। তাই আমরা তার আর্দশের সৈনিক, রাজপথে আছি থাকবো ইনশাল্লাহ।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »