ভারতীয় হাইকমিশনারের বাসায় বিএনপির প্রতিনিধিদল

ঢাকা প্রতিনিধি: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বাসায় গেছেন বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৬মার্চ) সন্ধ্যায় প্রণয় ভার্মার আমন্ত্রণে যান এই প্রতিনিধিদলের সদস্যরা। সেখানে তারা নৈশভোজে অংশ নেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলটি বারিধারায় ভারতীয় হাইকমিশনারের বাসায় যায়। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এর আগে গত রোববার (১২ মার্চ) সকালে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির গুলশানস্থ বাসভবনে বৈঠক করে বিএনপি প্রতিনিধি দল।

ঢাকা/ইবিটাইমস/আরএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »