সার্টিফিকেট নয়, জাতিকে সেবা দেয়াই শিক্ষার লক্ষ্য: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম বলেছেন, শিক্ষাবিহীন জীবন অন্ধকার আকাশের মত, তবে পুঁথিগত শিক্ষা জাতির জন্য কোন কাজে আসে না। তাই হতে হবে সুশিক্ষিত। আর সুশিক্ষিত হয়ে জাতির সেবা করতে পারলে তবেই সে শিক্ষা স্বার্থক। শিক্ষাবিহীন জীবন নিয়ে কোন জাতি সন্মুখে এগোতে পারেনা। যে ছাত্র শুধুমাত্র বই পড়ে পুথিঁগত বিদ্যা অর্জন করে সার্টিফিকেট সংগ্রহ করে, আমার বিশ্বাস সে কখনো আদর্শ ও মৌলিক শিক্ষায় শিক্ষিত মানুষ হতে পারেনা।

বৃহস্পতিবার (১৬মার্চ) দুুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে স্বাধীনতার সুবর্নজয়ন্তী, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, স্বাধীনতার এই মার্চ মাসে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহন করেছিলেন। আর আজ বাংলাদেশের উন্নয়নের প্রধান কারিগর শেখ হাসিনা। বাংলাদেশ ক্রীড়াঙ্গনে যে সাফল্য অর্জন করে চলেছে তা তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধীন হবার পূর্বে আর কোন সরকার দেখাতে পারেনি। কারন শেখ হাসিনা ক্রীড়াবান্ধব ও একজন সফল পৃষ্ঠপোষক।

এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের আমি রাজনীতিতে সম্পৃক্ত করতে চাইনা, তারা তাদের বিবেক দিয়ে রাজনীতি করবেন। তিনি বলেন, কেউ কেউ চান সবকিছুতেই রাজনীতিকরন করতে। পরে মন্ত্রী মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজমের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, এনএসআই জয়েন্ট ডিরেক্টর আব্দুল কাদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহানসহ কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, সরকারি বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »