ভিয়েনা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ইইউর সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • ২১ সময় দেখুন

ইইউর প্রতিনিধিদের সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বাংলাদেশ ডেস্কঃ রবিবার (১২ মার্চ) দুপুরের কিছু পূর্বে গুলশানের একটি বাড়িতে ৮টি ইউরোপীয় ইউনিয়ন দেশের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠকের পর বাড়ির বাহিরে উপস্থিত সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইইউ’র
প্রতিনিধিদের সাথে বৈঠকে আগামী নির্বাচন ও সার্বিক রাজনৈতিক বিষয়ে আলাপ হয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ সার্বিক বিষয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৮টি দেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আমির খসরু আরও জানান, দেশের মানুষ যেভাবে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে পর্যবেক্ষণ করছেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও সেভাবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইইউ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক, মানবাধিকার ও আইনের শাসনের অবস্থা পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষ এবং রাজনৈতিক দলের মধ্যে যে একটা শঙ্কা কাজ করছে, সেদিকেও স্বাভাবিকভাবে তাদের দৃষ্টি রয়েছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকের এই বৈঠক।

বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে সরকার ক্ষমতায় রয়েছে, এই প্রেক্ষাপটে আলোচনা হয়েছে। আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি। আমির খসরু বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষ আবারও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে, দেশ যে সংকটের দিকে যাবে- এই শঙ্কা যেমন দেশের ভেতরের মানুষদের মধ্যে কাজ করছে, তেমনি দেশের বাইরেও কাজ করছে। এই সংকট থেকে উত্তরণের বিষয়ে ইইউ প্রতিনিধিরা আমাদের পরামর্শ চেয়েছন। তারা জানতে চেয়েছেন, কীভাবে আগামী নির্বাচনটা হবে, কিভাবে সাধারণ মানুষের অংশগ্রহণমূলক করা যায়। দেশে-বিদেশে সবার উদ্দেশ্য একটাই- দেশের মানুষ নিরপেক্ষ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন। যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ ও জনগণের সরকার হবে।

ইইউ প্রতিনিধিদল আওয়ামী লীগের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেছে কি-না কিংবা বৈঠকে এ বিষয়ে কিছু বলেছে কি-না? এমন প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, সরকারের সঙ্গে তাদের কি আলোচনা হয়েছে, হয়েছে কি না, সেটা আমরা বলতে পারব না। এ ব্যাপারে তারাও কিছু বলেননি।

বিএনপি যে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না সেটা ইইউ প্রতিনিধিদলকে জানান হয়েছে কি- না, জানতে চাইলে খসরু বলেন, অবশ্যই বিএনপি যে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচনে যাবে না, সেটা আমরা বলেছি। বিশ্বে যারা বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, সবার কাছে সেটা পরিষ্কার হয়েছে। বর্তমান এই অবৈধ সরকারের অধীনে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, এই বিষয়টা পরিষ্কারভাবে বলা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় ইইউর সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত

আপডেটের সময় ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

ইইউর প্রতিনিধিদের সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বাংলাদেশ ডেস্কঃ রবিবার (১২ মার্চ) দুপুরের কিছু পূর্বে গুলশানের একটি বাড়িতে ৮টি ইউরোপীয় ইউনিয়ন দেশের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠকের পর বাড়ির বাহিরে উপস্থিত সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইইউ’র
প্রতিনিধিদের সাথে বৈঠকে আগামী নির্বাচন ও সার্বিক রাজনৈতিক বিষয়ে আলাপ হয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ সার্বিক বিষয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৮টি দেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আমির খসরু আরও জানান, দেশের মানুষ যেভাবে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে পর্যবেক্ষণ করছেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও সেভাবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইইউ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক, মানবাধিকার ও আইনের শাসনের অবস্থা পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষ এবং রাজনৈতিক দলের মধ্যে যে একটা শঙ্কা কাজ করছে, সেদিকেও স্বাভাবিকভাবে তাদের দৃষ্টি রয়েছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকের এই বৈঠক।

বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে সরকার ক্ষমতায় রয়েছে, এই প্রেক্ষাপটে আলোচনা হয়েছে। আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি। আমির খসরু বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষ আবারও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে, দেশ যে সংকটের দিকে যাবে- এই শঙ্কা যেমন দেশের ভেতরের মানুষদের মধ্যে কাজ করছে, তেমনি দেশের বাইরেও কাজ করছে। এই সংকট থেকে উত্তরণের বিষয়ে ইইউ প্রতিনিধিরা আমাদের পরামর্শ চেয়েছন। তারা জানতে চেয়েছেন, কীভাবে আগামী নির্বাচনটা হবে, কিভাবে সাধারণ মানুষের অংশগ্রহণমূলক করা যায়। দেশে-বিদেশে সবার উদ্দেশ্য একটাই- দেশের মানুষ নিরপেক্ষ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন। যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ ও জনগণের সরকার হবে।

ইইউ প্রতিনিধিদল আওয়ামী লীগের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেছে কি-না কিংবা বৈঠকে এ বিষয়ে কিছু বলেছে কি-না? এমন প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, সরকারের সঙ্গে তাদের কি আলোচনা হয়েছে, হয়েছে কি না, সেটা আমরা বলতে পারব না। এ ব্যাপারে তারাও কিছু বলেননি।

বিএনপি যে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না সেটা ইইউ প্রতিনিধিদলকে জানান হয়েছে কি- না, জানতে চাইলে খসরু বলেন, অবশ্যই বিএনপি যে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচনে যাবে না, সেটা আমরা বলেছি। বিশ্বে যারা বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, সবার কাছে সেটা পরিষ্কার হয়েছে। বর্তমান এই অবৈধ সরকারের অধীনে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, এই বিষয়টা পরিষ্কারভাবে বলা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস