চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: ‘‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে’’ এই শ্লোগান কে সামনে রেখে চরফ্যাসনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ থেকে র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক কামরুল সিকদার প্রমুখ।
এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস/এম আর