পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে কর্মসৃজন কর্মসূচীর শতাধীক দু:স্থ নারীর টাকা। এ ঘটনায় বৃহস্পতিবার (০২ মার্চ) ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের দ্বারস্থ হন।
জানা গেছে, কর্মসৃজন কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধীক নারীর ওই টাকা আত্মসত করেছেন প্রতারক চক্রটি। ওই কর্মসূচীর আওতায় প্রতি নারী পান ১০ হাজার টাকা করে। কর্তৃপক্ষ ওই সব টাকা মোবাইল ব্যাকিং এর মাধ্যমে ওই টাকা প্রদান কওে থাকেন।
উপজেলার মালিখালী ইউনিয়নে ৭নম্বর যুগিয়া ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাছিমুল আলম জানান, তার ওয়ার্ডের ৯ নারীর টাকা নিয়েছেন প্রতারক চক্র। অসহায় ভুক্তভোগী ওই সব নারীরা গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে তিনি বিষয়টি থানাকে অবহিত করেন।
ওই ওয়ার্ডের ভুক্তভোগী নারী সুবর্না হালদার জানান, গত বুধবার (০১ মার্চ) তার কাছে কর্মসৃজন কর্মসূচীর কর্মকর্তা পরিচয়ে ফোন দিয়ে কাজের টাকার জন্য নতুন একাউন্ট খোলার কথা বলে মোবাইলের তথ্য নেন। পরে দেখি মোবাইলে আগের থাকা টাকা উধাও। একই অভিযোগ ভুক্তভোগী অন্যদের।
উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী বলেন, তার ইউনিয়নের খেজুরতলা এলাকার দুই অসহায় নারীর কর্মসৃজন কর্মসূচীর টাকা হাতিয়ে নিয়েছেন একটি প্রতারক চক্র।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশ বলেন, ভুক্তভোগী কিছু নারী এমন একটি অভিযোগ নিয়ে আসলে তাদের থানাকে থানায় অবহিত করতে বলা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নাজরিপুর থানার অফিসার ইন চার্জ ((ওসি) মো. হুমায়ুন কবির বলেন, উপজেলার মালিখালী ইউনয়িনের ৯ নারী এমন একটি প্রতারনার তথ্য দিয়েছেন। প্রতারকদের মোবাইল নম্বর পাওয়া গেছে। তাদের সনাক্তের চেষ্টা চলছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর