নতুন আরও ৪৪ দেশে দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা

ঢাকা প্রতিনিধি: নতুন করে আরও ৪৪টি দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ দিয়েছে সরকার। এ নিয়ে বিশ্বের মোট ১০১টি দেশে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।

নতুন দেশগুলোর মধ্যে আফ্রিকা মহাদেশের রয়েছে ১৯টি দেশ। দেশগুলো হলো-মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা, মরিশাস।

এই তালিকায় রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের ১২টি দেশ। দেশগুলো হলো-আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে, গায়ানা।

ক্যারিবিয়ান অঞ্চলের ১২টি দেশও রয়েছে। দেশগুলো হলো- কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন, গ্রেনাডা, সেন্ট কিটস এবং নেভিস।

এছাড়া ওশেনিয়া মহাদেশের একমাত্র দেশ হলো- ফিজি

ঢাকা/ইবিটাইমস/আরএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »