ভিয়েনা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেয়া হবে: ডা. জাহিদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৮ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে নিজ বাসভবন ফিরোজায়  ফেরেন তিনি।

এর আগে, বিকেল ৪টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয়ে বিকেল ৫টা ৩৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী ছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘স্বাস্থ্য পরীক্ষার জন্যে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেখানে যেসব পরীক্ষা করা দরকার, সেগুলো করা হয়েছে। ওই পরীক্ষার রিপোর্ট কালকে নাগাদ পাওয়া যেতে পারে। তারপর চিকিৎসকেরা বসে পরবর্তীতে তাঁর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।’

বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ‘তিনি আগের মতোই আছেন। শারীরিক অবস্থা  আগের মতো আছে। অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল চিকিৎসকের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন।

ঢাকা/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেয়া হবে: ডা. জাহিদ

আপডেটের সময় ০৬:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

ঢাকা প্রতিনিধি: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে নিজ বাসভবন ফিরোজায়  ফেরেন তিনি।

এর আগে, বিকেল ৪টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয়ে বিকেল ৫টা ৩৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী ছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘স্বাস্থ্য পরীক্ষার জন্যে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেখানে যেসব পরীক্ষা করা দরকার, সেগুলো করা হয়েছে। ওই পরীক্ষার রিপোর্ট কালকে নাগাদ পাওয়া যেতে পারে। তারপর চিকিৎসকেরা বসে পরবর্তীতে তাঁর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।’

বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ‘তিনি আগের মতোই আছেন। শারীরিক অবস্থা  আগের মতো আছে। অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল চিকিৎসকের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন।

ঢাকা/ইবিটাইমস/আরএস