চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভোলা ও খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জনপ্রতিনিধিদের অংশগ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় সভা কক্ষে এ কর্মসুচি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে আয়োজিত সভায়, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া, নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন, হাজারীগঞ্জ ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার, উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু, পৌরসভা ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহির রায়হানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক , জনপ্রতিনিধিও সুশিল সমাজের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা সভায় বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস