চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে চরফ্যাসনের আবদুল্লাহপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আবু তাহের সর্দার (৫০) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) উপজেলার আব্দুুল্লাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের সর্দার ওই এলাকার মোতালেব সর্দারের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১১ টার দিকে আবু তাহের সর্দার নারিকেল গাছে উঠে ডাল কাটতে গেলে একটি ডাল বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পুরো গাছ বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় গাছের উপর তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশন ও থানায় খবর জানালে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশন লিডার খোরশেদ আলম জানান, সকাল সাড়ে ১১টার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
চরফ্যাসন থানার ওসি মোঃ মোরাদ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস