অস্ট্রিয়ায় হঠাৎ করেই করোনার নতুন দৈনিক সংক্রমণের বিস্তার ও মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে
ইউরোপ ডেস্কঃ গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) অস্ট্রিয়ার স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিদিনের নিয়মিত স্বাস্থ্য প্রতিবেদনে দেশে পুনরায় করোনার নতুন সংক্রমণের বিস্তার এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কথা বলা হয়েছে।
অস্ট্রিয়ায় নতুন করে দৈনিক সংক্রমণ ৬,৭৬৩ জন এবং করোনোয় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জন মারা গেছেন। এই সংখ্যা এই বছরের সর্বোচ্চ সংখ্যক।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর এক প্রতিবেদনে বলা হয়েছে,দেশে পুনরায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকবে। এপিএ আরও জানিয়েছে বুধবার নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৬,৭৬৩ জন, গত সাত দিনের গড় সংক্রমণের সংখ্যা ৪,৯৪৭ এর থেকে বেশী।
এদিকে গতকাল একদিনেই করোনায় মারা গেছেন ২৩ জন এবং গত এক সপ্তাহে মারা গেছেন ৫২ জন। অস্ট্রিয়ায় বৈশ্বিক মহামারী করোনায় এই পর্যন্ত মোট ২১,৮৪৮ জন মৃত্যুবরণ করেছেন।
করোনার সংক্রমণের বিস্তার বাড়লেও আসছে না কোন বিধিনিষেধ। উপরন্তু চলমান ফেব্রুয়ারি মাসেই ভিয়েনার গণপরিবহনে ও ফার্মেসী থেকে
বাধ্যতামূলক FFP2 মাস্ক পড়ার নিয়ম উঠে যাচ্ছে। আর এপ্রিল মাসের শেষে সমগ্র অস্ট্রিয়ায় হাসপাতাল ও নার্সিংহোম হোম থেকেও মাস্ক পড়ার নিয়ম উঠে যাবে। তবে কেহ স্বেচ্ছায় মাস্ক পড়তে চাইলে পড়তে পারবে।
কবির আহমেদ/ইবিটাইমস