ভিয়েনা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিদস্যুদের ভয়ে ঘরছাড়া বৃদ্ধের মানবেতর জীবন যাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ভূমিদস্যুদের ভয়ে ঘর ছেড়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন এক বৃদ্ধ। প্রাণের ভয়ে বর্তমানে তিনি আশ্রয় নিয়েছেন পরিত্যক্ত একটি ইট ভাটায়। পলিথিন ও বাশ দিয়ে তৈরি করা ঝুপড়ি ঘরে পরিবার নিয়ে করছেন দুর্বিষহ জীবনযাপন। এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মাতাব আলী নামে ভুক্তভোগী ওই বৃদ্ধ।

অভিযোগ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের বালিয়াড়ি গ্রামে ওয়ারিশান মূলে ২১ শতাংশ জমির মালিকানা পান মাতাব আলী। তার এই জমির উপর কুনজর পড়ে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা নুরুল ইসলামসহ কয়েকজন ভূমিদস্যুর। সম্প্রতি তিনি তার জমিতে একটি টিনের ঘর নির্মাণ করলে দখলবাজরা তাকে হুমকি ধামকি দিয়ে ওইখান থেকে উচ্ছেদ করে দেয় এবং ওই ঘরটি ভেঙ্গে ফেলে। পরে তিনি নিরুপায় হয়ে মাসখানেক যাবত স্থানীয় অনন্যা ইটভাটার একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নেন। বর্তমানে ওই ঘরটির মালিক সংস্কার কাজ করার ফলে বৃদ্ধ মাতাব আলীকে ঘর ছাড়তে বলেন। এমতাবস্থায় তিনি বাধ্য হয়ে তার পরিবার নিয়ে খোলা আকাশের নিচে পলিথিন ও বাশের তৈরি ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চুনারঘাট উপজেলার বালিয়াড়ি এলাকায় অনন্যা ইটভাটায় ৫ ছেলে ১ মেয়ে ও স্ত্রী নিয়ে পলিথিন দিয়ে তৈরি করা ঝুপড়ি ঘরে বসবাস করছেন মাতাব আলী । তার দাবীকৃত জমিতে তার তৈরী ঘরের ভাঙা অংশ পড়ে আছে।

এসময় তিনি বলেন, আমার জমি থাকলেও ভূমিদস্যুদের ভয়ে ওই জমিতে যেতে পারিনা।আমি আমার জমিতে একটি টিনের ঘর তৈরি করেছিলাম সেটি তারা ভেঙ্গে ফেলেছে এবং আমি যদি ওই জমিতে যাই তাহলে তারা আমাকে মেরে ফেলবে বলে বলেছে। তাই আমি বাধ্য হয়ে এখানে (ইটভাটায়) আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ভুক্তভোগীকে তার সাথে দেখা করার পরামর্শ দেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভূমিদস্যুদের ভয়ে ঘরছাড়া বৃদ্ধের মানবেতর জীবন যাপন

আপডেটের সময় ০১:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ভূমিদস্যুদের ভয়ে ঘর ছেড়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন এক বৃদ্ধ। প্রাণের ভয়ে বর্তমানে তিনি আশ্রয় নিয়েছেন পরিত্যক্ত একটি ইট ভাটায়। পলিথিন ও বাশ দিয়ে তৈরি করা ঝুপড়ি ঘরে পরিবার নিয়ে করছেন দুর্বিষহ জীবনযাপন। এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মাতাব আলী নামে ভুক্তভোগী ওই বৃদ্ধ।

অভিযোগ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের বালিয়াড়ি গ্রামে ওয়ারিশান মূলে ২১ শতাংশ জমির মালিকানা পান মাতাব আলী। তার এই জমির উপর কুনজর পড়ে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা নুরুল ইসলামসহ কয়েকজন ভূমিদস্যুর। সম্প্রতি তিনি তার জমিতে একটি টিনের ঘর নির্মাণ করলে দখলবাজরা তাকে হুমকি ধামকি দিয়ে ওইখান থেকে উচ্ছেদ করে দেয় এবং ওই ঘরটি ভেঙ্গে ফেলে। পরে তিনি নিরুপায় হয়ে মাসখানেক যাবত স্থানীয় অনন্যা ইটভাটার একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নেন। বর্তমানে ওই ঘরটির মালিক সংস্কার কাজ করার ফলে বৃদ্ধ মাতাব আলীকে ঘর ছাড়তে বলেন। এমতাবস্থায় তিনি বাধ্য হয়ে তার পরিবার নিয়ে খোলা আকাশের নিচে পলিথিন ও বাশের তৈরি ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চুনারঘাট উপজেলার বালিয়াড়ি এলাকায় অনন্যা ইটভাটায় ৫ ছেলে ১ মেয়ে ও স্ত্রী নিয়ে পলিথিন দিয়ে তৈরি করা ঝুপড়ি ঘরে বসবাস করছেন মাতাব আলী । তার দাবীকৃত জমিতে তার তৈরী ঘরের ভাঙা অংশ পড়ে আছে।

এসময় তিনি বলেন, আমার জমি থাকলেও ভূমিদস্যুদের ভয়ে ওই জমিতে যেতে পারিনা।আমি আমার জমিতে একটি টিনের ঘর তৈরি করেছিলাম সেটি তারা ভেঙ্গে ফেলেছে এবং আমি যদি ওই জমিতে যাই তাহলে তারা আমাকে মেরে ফেলবে বলে বলেছে। তাই আমি বাধ্য হয়ে এখানে (ইটভাটায়) আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ভুক্তভোগীকে তার সাথে দেখা করার পরামর্শ দেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস