ঝালকাঠিতে আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্য ফিজিওথরাপি চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ৯টায় শহরের চাঁদকাঠি আশা সমম্বিত স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্য চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম। আশা ঝালকাঠি জেলার ডিএম শেখ ফিরাজ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ. হাফিজ আল মাহমুদ, আশা চিফ হেলথ অফিসার ডা. মা. শরিফুল আলম, এসময় সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে ফিজিওথেরাপি, ওষুধ ও বিভিন্ন পরীক্ষা পেয়ে সবাই খুশি।

ক্যাম্পে আগত অতিথিরা বলেন, এ ধরণের কর্মকান্ড গতির সঞ্চয় করব, সমদ্ধি আনব অর্থনৈতিক জীবন এবং সবোর্পরি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাবে। বেসরকারি প্রতিষ্ঠান আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডট মো. সফিকুল হক চৌধুরীর স্মরণে বিনামূল্য ফিজিওথরাপি চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা ও ওষুধ বিতরণ ক্যাম্প কর্মসূচি আয়াজন করে। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পযন্ত ৫০০ রোগীকে ফিজিওথেরাপি দেওয়া হয়। সদর উপজেলার বিভিন্ন স্থানের অসহায় ও দরিদ্রদের মাঝে ফিজিওথেরাপি চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

ঝালকাঠির সিভিল সার্জন বলেন, এনজিও শুধু ব্যবসায়িক কর্মকান্ড নয়, পাশাপাশি সামাজিক উন্নয়নে এগিয় আসছে আশা। সমাজে এই ধরণের যত প্রতিষ্ঠান আছে তারা সবাই যদি মানুষর সেবায় এভাবে এগিয়ে আসতে পারে তাহল স্বাস্যসেবা সবার দোরগোড়ায় পৌছানো সম্ভব। সরকারের একার পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্যসেবা নিশ্চিত করা অসম্ভব হয় পড়ে। তাই সব স্বাস্যসেবায় জড়িত এই ধরনের প্রতিষ্ঠানগুলাকে এগিয় আসার আহবান জানান তিনি। পাশাপাশি ঝালকাঠি আশা সমম্বিত স্বাস্য কেন্দ্রে অসহায় দরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ক্যাম্প করায় বিশেষভাব ধন্যবাদ জানান।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »