ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় একটি এগ্রো ফার্ম পরিদর্শন করেছেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক নামে একটি বাংলাদেশী এনজিও সংস্থা। যাতে অর্থায়ন করেছে জাপান। বাংলাদেশের কৃষিতে রাসায়নিকের বিপরীতে জৈব সার ব্যবহারের জন্য বাংলাদেশের কৃষকদের প্রশিক্ষণ এবং জৈব সার উৎপাদনের জন্য কার্যক্রম পরিচালনা করছে জাপান। এতে সহযোগিতা করছে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক নামে একটি সংস্থা ।
যার অংশ হিসেবে উপজেলার প্রত্যন্ত পল্লী রঘুনন্দনপুর গ্রামে গড়ে ওঠা হারুন অর্গানিক এগ্রো ফার্মে প্রতিনিধি হিসেবে জাপানের ইউনিভার্সিটি অফ মিয়াজাকির এ্যাসিস্টেন্ট প্রফেসর ইয়াসুনোরী ইয়ানো পরিদর্শন করছে।
গত বছরের ১৩ মে প্রথমবারের মত জাপানি এনজিও শেয়ার দ্যা প্ল্যানেট অ্যাসোসিয়েশন এর চেয়ারপারসন হারুন অর্গানিক এগ্রো ফার্ম পরিদর্শন করে তাদের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে দ্বিতীয় দলে পাঠিয়েছেন।
প্রফেসর ইয়াসুনোরী ইয়ানো ফার্ম ও ফার্মে উৎপাদনকৃত জৈব সার ব্যবহার করে ফলানো ফসলের মাঠ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। সেইসাথে সবরকম সাহায্য-সহযোগীতার আশ্বাসও দেন।
হারুন অর্গানিক এগ্রো ফার্মের উদ্যেক্তা মনিরুজ্জামান সজিব বলেন, জাপানের প্রতিনিধি দল দ্বিতীয়বারের মতো আমার ফার্ম পরিদর্শন করেছেন। সবরকম সাহায্য- সহযোগিতা করছেন। কিভাবে জৈব পদ্ধতি ব্যবহার করে ভাল ফসল ফলানো যায় এবং কিভাবে ভাল জৈব সার উৎপাদন করা যায় সেই ব্যাপারে নানারকম পরামর্শ দেন।
শেখ ইমন/ইবিটাইমস