ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ঢাকাগামী যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবিতে চার জেলে আহত হয়েছে।স্থানীয় জেলেরা আহত জেলেদেরকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শনিবার(১১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার মেঘনা নদীর পাড়ে চৌমুহনী লঞ্চঘাটে এমবি ফারহান-৫ লঞ্চের ধাক্কায় এ নৌকা ডুবে যায়।
আহত জেলেরা হলেন,রুবেল মাঝি,নাসিম,ফজলুল হক ও শান্ত। তাদের মধ্যে ফজলুল আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকালে চৌমুহনী লঞ্চঘাট থেকে ঢাকার উদেশ্য ছেড়ে যাওয়ার সময় ফারহান -৫ লঞ্চটি মাছ ধরার একটি নৌকাকে ধাক্কা দেয়।তাৎক্ষণিক নৌকাটি পেটে ডুবে যায়।
আহত রুবেল মাঝি জানান,লঞ্চটি সরাসরি চালিয়ে আমাদের নৌকাটাকে ধাক্কা দেয়।আমরা চার জনে আহত হয়। ফজলুল হকের মাথা ফেটে যায়,ডানহাত ছিড়ে যায়, রক্তাক্ত অবস্থা তাকে হাসপাতালে নেয়া হয়।
তজুমদ্দিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শাহানা শারমিন জানান, লঞ্চের ধাক্কায় আহত ব্যক্তিকে সাড়ে চারটার দিকে হাসপাতালে আনা হয়েছে। ডানহাত ও মাথায় মারাত্মক জখম হয়েছে, তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় স্থানান্তর করা হয়েছে।
ফারহান-৫ লঞ্চের সুপারভাইজার নজরুল ইসলাম জানান, লঞ্চ টি ঘাট ছেড়ে পিছনে গেলে ছোট একটি নৌকার পাশে ধাক্কা লাগলে ডুবে যায়। পাশে থাকা জেলেরা তাদের উদ্ধার করে। ঘাট ইজারাদারের মাধ্যমে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য লঞ্চ কর্তৃপক্ষ ঢাকায় আনার ব্যবস্থা করবে।
এ তথ্য নিশ্চিত করে তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাকসুদর রহমান মুরাদ জানান, লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা শুনেছি। সবাই উদ্ধার হয়েছে। আহতদের হাসপাতাল আনা হয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনজুর রহমান/ইবিটাইমস