ঝালকাঠি প্রতিনিধি: বাংলা ইশারা ভাষার প্রচলণ বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে ঝালকাঠির সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বাংলা ইশারা দিবস উপলেক্ষ্য আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মধ্য উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। সমাজ সেবা অধিদপ্তরর সহকারী পরিচালক আব্দুর রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঝালকাঠি এনডিসি অং ছিং মারামা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলাম, ডাঃ মোহেবুল্লাহ, মুক্তিযোদ্ধা শহিদ ইমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম লুৎফর নেছা, আমির হোসেন উজ্জ্বল ও শামিম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক প্রতিবন্ধী শিশুদের মধ্য উপহার সামগ্রী প্রদান করেন।
বাধন রায়/ইবিটাইমস