ভিয়েনা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রিয়ায় ৩০ জুন শেষ হচ্ছে করোনার সকল নিয়মকানুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৫ সময় দেখুন

অস্ট্রিয়ান সরকার এপ্রিলের শেষের দিকে হাসপাতাল,বৃদ্ধাশ্রম ও নার্সিং হোমেও মাস্ক পড়ার প্রয়োজনীয়তার সমাপ্তির কথা ঘোষণা

কবির আহমেদঃ আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে কোন এক সময়ে অস্ট্রিয়ার ফেডারেল সরকার মন্ত্রী পরিষদের এক বিশেষ বৈঠকের পর করোনার সকল ব্যবস্থা বা নিয়মকানুন সমাপ্তির সময়সূচি ঘোষণা করবে বলে জানিয়েছে অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম। এখানে উল্লেখ্য যে, বৈশ্বিক মহামারী করোনা শুরুর পর গত তিন বছর যাবত নানান নিয়মকানুন চলে আসছে।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী জোহানেস রাউখ এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে বলেন,অস্ট্রিয়ায় করোনার বিভিন্ন নিয়মগুলি ধীরে ধীরে গ্রীষ্মের মধ্যে শেষ হওয়া উচিত এবং অস্ট্রিয়া ৩০ জুন থেকে “স্বাভাবিক কার্যক্রমে” ফিরে আসার আশা করছে। হাসপাতাল বা নার্সিং হোমের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় মাস্কগুলি এখনও বাধ্যতামূলক। তবে বাধ্যতামূলক মাস্ক পড়ার এই নিয়ম আগামী ৩০ এপ্রিল থেকে প্রত্যাহার করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

ভিয়েনার রাজ্য গভর্নর ও মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে, ভিয়েনার গণপরিবহনে চলমান বাধ্যতামূলক FFP2 মাস্ক পড়ার নিয়ম আগামী ২৮ ফেব্রুয়ারি প্রত্যাহার করে নেওয়া হবে। বর্তমানে অস্ট্রিয়ায় করোনার দৈনিক সংক্রমণ গড়ে প্রায় দেড় হাজার হলেও, এটি এখন সাধারণ সিজোনাল ইনফ্লুয়েঞ্জার মত স্বাভাবিক হয়ে গেছে।

এপিএ আরও জানায়, এপ্রিলের শেষে হাসপাতালে বাধ্যতামূলক মাস্ক প্রত্যাহার সহ সকল করোনা সংকট ব্যবস্থাপনা দল ও কমিটিও বিলুপ্ত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ৩০ জুন করোনার জন্য বিশেষ বিধানগুলি শেষ করার পরিকল্পনা সম্পূর্ণ করেছে। তখন আনুষ্ঠানিকভাবে SARS-CoV-2 তখন আর একটি লক্ষণীয় রোগ হবে না এবং যারা ইতিবাচক পরীক্ষা করেছেন তাদের জন্য বর্তমানে কার্যকর ট্রাফিক বিধিনিষেধও শেষ হবে।

যদিও করোনায় সংক্রামিত ব্যক্তিদের বর্তমানে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না এবং অন্য লোকেদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের সময় তারা বাড়ির ভিতরে এবং বাইরে FFP2 মাস্ক পরতে বাধ্য নয়।

নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) /ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় ৩০ জুন শেষ হচ্ছে করোনার সকল নিয়মকানুন

আপডেটের সময় ০২:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩

অস্ট্রিয়ান সরকার এপ্রিলের শেষের দিকে হাসপাতাল,বৃদ্ধাশ্রম ও নার্সিং হোমেও মাস্ক পড়ার প্রয়োজনীয়তার সমাপ্তির কথা ঘোষণা

কবির আহমেদঃ আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে কোন এক সময়ে অস্ট্রিয়ার ফেডারেল সরকার মন্ত্রী পরিষদের এক বিশেষ বৈঠকের পর করোনার সকল ব্যবস্থা বা নিয়মকানুন সমাপ্তির সময়সূচি ঘোষণা করবে বলে জানিয়েছে অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম। এখানে উল্লেখ্য যে, বৈশ্বিক মহামারী করোনা শুরুর পর গত তিন বছর যাবত নানান নিয়মকানুন চলে আসছে।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী জোহানেস রাউখ এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে বলেন,অস্ট্রিয়ায় করোনার বিভিন্ন নিয়মগুলি ধীরে ধীরে গ্রীষ্মের মধ্যে শেষ হওয়া উচিত এবং অস্ট্রিয়া ৩০ জুন থেকে “স্বাভাবিক কার্যক্রমে” ফিরে আসার আশা করছে। হাসপাতাল বা নার্সিং হোমের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় মাস্কগুলি এখনও বাধ্যতামূলক। তবে বাধ্যতামূলক মাস্ক পড়ার এই নিয়ম আগামী ৩০ এপ্রিল থেকে প্রত্যাহার করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

ভিয়েনার রাজ্য গভর্নর ও মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে, ভিয়েনার গণপরিবহনে চলমান বাধ্যতামূলক FFP2 মাস্ক পড়ার নিয়ম আগামী ২৮ ফেব্রুয়ারি প্রত্যাহার করে নেওয়া হবে। বর্তমানে অস্ট্রিয়ায় করোনার দৈনিক সংক্রমণ গড়ে প্রায় দেড় হাজার হলেও, এটি এখন সাধারণ সিজোনাল ইনফ্লুয়েঞ্জার মত স্বাভাবিক হয়ে গেছে।

এপিএ আরও জানায়, এপ্রিলের শেষে হাসপাতালে বাধ্যতামূলক মাস্ক প্রত্যাহার সহ সকল করোনা সংকট ব্যবস্থাপনা দল ও কমিটিও বিলুপ্ত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ৩০ জুন করোনার জন্য বিশেষ বিধানগুলি শেষ করার পরিকল্পনা সম্পূর্ণ করেছে। তখন আনুষ্ঠানিকভাবে SARS-CoV-2 তখন আর একটি লক্ষণীয় রোগ হবে না এবং যারা ইতিবাচক পরীক্ষা করেছেন তাদের জন্য বর্তমানে কার্যকর ট্রাফিক বিধিনিষেধও শেষ হবে।

যদিও করোনায় সংক্রামিত ব্যক্তিদের বর্তমানে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না এবং অন্য লোকেদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের সময় তারা বাড়ির ভিতরে এবং বাইরে FFP2 মাস্ক পরতে বাধ্য নয়।

নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) /ইবিটাইমস