ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে তেতুলিয়া নদীর পাড় থেকে মানুষের একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধার হওয়া মানুষের হাতটির ডিএনএ পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এর আগে মঙ্গলবার রাতের দিকে উপজেলার দুলার হাট থানার তেতুলিয়া নদীর পাড় থেকে হাতটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, তেতুলিয়া নদী পাড় বালির উপর মানুষের কাটা হাতটি দেখতে পাই।এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে কাটা হাতটি নিয়ে যায়।
এব্যাপারে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ কাটা হাতটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার করা কাটা হাত নারী নাকি পুরুষের তা নিশ্চিত করা যায়নি। ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর হাতটির সম্পর্কে জানা যাবে।
মনজুর রহমান/ইবিটাইমস