হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুের কাওছারনগর নামক স্থাানে পাথর বোঝাই ট্রাকের সাথে পিকআপ ভ্যানের মুখামুখী সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কাওছারনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ঘন কুয়াশার মধ্যে ঢাকা গামী পাথর বোঝাই এক টি ট্রাক ও সিলেট গামী পিকআপ যাবার পথে সকাল ৭টার সময় কাওছারনগর নামক স্থাানে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থালেই ১জন নিহত হয় আহত হয় আরও ২জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থালে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় ।
বিষয়টি নিশ্চিত করে বলেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মইনুল ইসলাম ভূইয়া।যানান এখনও আহতদের ও নিহত ব্যক্তির কোন পচিয় পাওয়া যায় নি।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস