আন্দোলন শুরু, অবিলম্বে পদত্যাগ করুন : মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধিঃ পদযাত্রার মধ্য দিয়ে বিএনপি নতুন আন্দোলন শুরু করেছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এর মাধ্যমে সরকারকে বলতে চাই, অবিলম্বে পদত্যাগ করুন। না হলে সামনে পালাবার কোনো পথ পাবেন না।’

রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনের সড়কে শনিবার (২৮ জানুয়ারি) বেলা ২টায় পদযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচিটি দুপুর আড়াইটায় শুরু হয়েছে। মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘ঢাকার এই নীরব পদযাত্রার মধ্যদিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই দানবীয় সরকারকে চলে যেতে বাধ্য করব।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি গাবতলী থেকে মাজার রোড় হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা হবে। একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে। প্রতিটি পদযাত্রা বেলা দুটায় শুরু হবে।

ঢাকা/ইবিটাইমস/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »