ইবিটাইমস ডেস্ক: ইসরায়েলের পূর্ব জেরুজালেমে একটি ইহুদি উপাসনালয়ের সামনে বন্দুকধারীর গুলিতে ৭ জন নিহত হয়েছেন।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার পর, নেভ ইয়াকভ এলাকার আব্রাহাম সিনেগগের সামনে গুলি ছোঁড়েন ২১ বছর বয়সী এক ফিলিস্তিনি। এ ঘটনায় আহত হন আরও ১০ জন। এদের মধ্যে ৭০ বছরের বৃদ্ধা ও ১৪ বছরের এক কিশোর রয়েছে।
হামলাকারি পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে প্রাণ যায় তার। ঘটনাস্থল পরিদর্শন করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এর আগে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলার পরদিন এই নৃশংস হামলার ঘটনা ঘটলো। বৃহস্পতিবার জেনিনের ওই হামলায় একজন বয়স্কা নারীসহ নয় জনকে হত্যা করা হয়।
ডেস্ক/ইবিটাইমস/আরএস