ভোলা প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চরে কুকুরের কামড়ে একটি পুরুষ চিত্রা হরিণের মৃত্যু হয়েছে। হরিণটির ওজন প্রায় ৫০ কেজি।
শুক্রবার(২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বিচ্ছিন্ন বাসন ভাঙার চরে এ ঘটনা ঘটে। পরে বিকালের দিকে মৃত হরিণটিকে উপজেলা বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেয়া হয়।
তজুমদ্দিন বন বিভাগের বিট কর্মকর্তা রোমেল হোসেন জানান, শুক্রবার দুপুরে বাসন ভাঙা চরের কয়েকজন বাসিন্দার মাধ্যমে জানতে পারি কয়েকটি কুকুর একটি হরিণকে ঘিরে রেখে কামড়াচ্ছে। পরে সেখানে গিয়ে হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসার জন্য নেই। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক হরিণটি মারা গিয়েছে বলে জানান। পরে মৃত হরিণটিকে বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেয়া হয়।
তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. নাহিদুল ইসলাম বলেন, বন বিভাগের লোকজন চিকিৎসার জন্য একটি হরিণ নিয়ে এসেছে। ওই হরিণের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন ছিল। তবে এখানে আনার আগেই হরিণটি মারা যায়।
মনজুর রহমান/ইবিটাইমস