ভিয়েনায় বৃহত্তর নোয়াখালী সমিতি অস্ট্রিয়ার উদ্যোগে জাঁকজমক ইন্ডোর ফুটবল টুর্নামেন্ট

এই ইন্ডোর ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের চার্জ দ্য এফেয়ার্স রাহাত বিন জামান

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ আগামী রবিবার (২২ জানুয়ারি) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের দানিউব (ডোনাও) নদীর ওপর অবস্থিত জাহাজ স্কুলের (Schulschiff) স্পোর্টস হলে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বৃহত্তর নোয়াখালী সমিতি অস্ট্রিয়ার উদ্যোগে বিগত বছরের ন্যায় এ বছরেরও এই জাঁকজমক ইন্ডোর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এ বছর অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মোট ৬ দল বৃহত্তর নোয়াখালী সমিতি অস্ট্রিয়ার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। প্রতিটি দলকে €১৫০ ইউরো এন্ট্রি ফি দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হয়েছে। স্বল্পকালীন সময়ের এই ইন্ডোর ফুটবল টুর্নামেন্টে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির যে সমস্ত দল অংশগ্রহণ করছে তারা হল যথাক্রমে,

১. অস্ট্রিয়া কুমিল্লা সমিতি
২. এফ সি ইউনিক
৩. এফ সি নিউ সিটি
৪. জালালাবাদ সিলেট
৫. বিক্রমপুর স্পোর্টিং ক্লাব
৬. টাওয়ার ২০

আমাদের ইউরো বাংলা টাইমসের অস্ট্রিয়া ব্যুরো প্রধানের সাথে এক সাক্ষাৎকারে বৃহত্তর নোয়াখালী সমিতি অস্ট্রিয়া আয়োজিত এই ইন্ডোর ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক জাফর ইকবাল বাবলু বলেন, অংশগ্রহণকারী ৬ টি দল লীগ ভিত্তিতে সকলের সাথে সকলে খেলবে। তারপর পয়েন্ট ও গোলের হিসাবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ নির্ধারণ করা হবে। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স- আপের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তবে স্বল্পকালীন সময়ের এই ইন্ডোর টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে না।

বৃহত্তর নোয়াখালী সমিতি অস্ট্রিয়ার পক্ষে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জাফর ইকবাল বাবলু অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলকে ডোনাও নদীর উপর এই জাহাজ স্কুলের ইন্ডোর স্পোর্টস হলে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার অনুরোধ করেছেন। তিনি খেলার ফাঁকে ফাঁকে পরিবার পরিজন নিয়ে ডোনাও নদীর অপূর্ব নৈসর্গিক দৃশ্য অবলোকনের মাধ্যমে একটি অপূর্ব অপরাহ্ন কাটাতে কমিউনিটির ছোট বড় সকলকে নিমন্ত্রণ করেছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »