ভিয়েনা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, তুরাগ তীরে মুসল্লির ঢল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ১৯ সময় দেখুন

গাজিপুর প্রতিনিধি: শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গিতে আনুষ্ঠানিকভাবে ৫৬তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছে।

শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে জড়ো হয়েছেন মুসল্লিরা। ইজতেমায় মুসল্লিদের যাতায়াতে ৫ জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি রয়েছে, বিআরটিসি বাস। চারদিন বিরতির পর, আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে, দ্বিতীয় পর্ব।

র‌্যাবের কমিউনিকেশন উইং, পুলিশ ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ১৯টি প্রবেশপথসহ চারপাশের গুরুত্বপূর্ণ স্থানে তিন শতাধিক ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

এদিকে বিশ্ব ইজতেমাকে সামনে রেখে টঙ্গী সরকারি হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের ছুটি বাতিল করা হয়েছে। ময়দানে পানি সংকট নিরসনে নতুন গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়াও ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন, বাস, ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশ, বিদ্যুৎ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব এবং ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

ঢাকা/ইবিটাইমস/আরএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, তুরাগ তীরে মুসল্লির ঢল

আপডেটের সময় ০৪:১৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩

গাজিপুর প্রতিনিধি: শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গিতে আনুষ্ঠানিকভাবে ৫৬তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছে।

শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে জড়ো হয়েছেন মুসল্লিরা। ইজতেমায় মুসল্লিদের যাতায়াতে ৫ জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি রয়েছে, বিআরটিসি বাস। চারদিন বিরতির পর, আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে, দ্বিতীয় পর্ব।

র‌্যাবের কমিউনিকেশন উইং, পুলিশ ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ১৯টি প্রবেশপথসহ চারপাশের গুরুত্বপূর্ণ স্থানে তিন শতাধিক ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

এদিকে বিশ্ব ইজতেমাকে সামনে রেখে টঙ্গী সরকারি হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের ছুটি বাতিল করা হয়েছে। ময়দানে পানি সংকট নিরসনে নতুন গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়াও ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন, বাস, ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশ, বিদ্যুৎ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব এবং ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

ঢাকা/ইবিটাইমস/আরএস