কক্সবাজার বেড়াতে এসে স্ত্রীর সাথে ঝগড়ায় আর জে কিবরিয়া

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশে হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল “আপন ঠিকানার” মাধ্যমে পরিবারে ফিরিয়ে দেওয়ার নায়ক আর জে কিবরিয়া গভীর পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়েছেন।

বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার আর জে কিবরিয়া কক্সবাজার সস্ত্রীক বেড়াতে এসে স্ত্রীর সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ায় তা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে বলে জানা গেছে।

রাজধানী ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক ঢাকা পোস্ট জানিয়েছে আর জে কিবরিয়ার স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে কক্সবাজারের সদর থানায় তাকে মারধরের লিখিত অভিযোগ করেছেন।

অন্যদিকে বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের কয়েকটি জনপ্রিয়.অনলাইন পত্রিকা জানিয়েছে আর জে কিবরিয়া ও তার স্ত্রীর মধ্যে মারাত্মক ঝগড়ার এক পর্যায়ে কিবরিয়া ট্রিপল নাইনে(৯৯৯) ফোন করে পুলিশের সাহায্য প্রার্থনা করেন। ধারণা করা হচ্ছে প্রথমে তিনি তার স্ত্রী কর্তৃক দৈহিক নির্যাতনের শিকার হন। পুলিশ আসার পর তিনি তার স্ত্রীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ জিডি করেন।

বাংলাদেশের সংবাদ মাধ্যম আরও জানায়, কক্সবাজারে বেড়াতে এসে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার। কিবরিয়া তার আপন ঠিকানা অনুষ্ঠানে প্রায়শই অতিথিদের থানায় জিডি করার ব্যাপারে উৎসাহ দিতেন। আধুনিক পাশ্চাত্য জীবনে থানায় জিডি বা পারিবারিক কলহে পুলিশ কল করা স্বাভাবিক হলেও বাংলাদেশে তা সামাজিকভাবে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কক্সবাজারের স্থানীয় সময় দুপুরে স্ত্রীর বিরুদ্ধে তার জিডি এবং তার বিরুদ্ধে স্ত্রীর জিডি করার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার(১১ জানুয়ারি) স্ত্রী ও দুই শিশু কন্যাকে নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন আর জে কিবরিয়া। তারা কক্সবাজারের সাইমন হোটেলে উঠেন। পরে বৃহস্পতিবার দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হলে ৯৯৯ নম্বরে ফোন দেন কিবরিয়া। পরে পুলিশ আসার পর থানায় গিয়ে এ ঘটনার জন্য জিডি করেন তিনি। প্রায় একই সময়ে তার স্ত্রীও তার বিরুদ্ধে থানায় সাধারণ জিডি করেন। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এ বিষয়ে জানতে আর জে কিবরিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

আর জে কিবরিয়া প্রথমে রেডিও জকি দিয়ে কাজ শুরু করলেও বর্তমানে ইউটিউবে “আপন ঠিকানা” অনুষ্ঠানের মাধ্যমেই অধিকতর জনপ্রিয়তা পেয়েছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আর জে কিবরিয়া ও তার দল বাংলাদেশের যে সমস্ত ছেলে মেয়ে পরিবার থেকে কোন না কোন কারনে হারিয়ে গিয়েছিল এবং তাদের দেয়া কিছু অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তাদের পরিবারে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপন ঠিকানার মাধ্যমে আর জে কিবরিয়া ও তার দল এই পর্যন্ত কয়েক শতাধিক হারিয়ে যাওয়া ছেলে মেয়েকে তাদের পরিবারে ফিরিয়ে দিয়েছে।

অনেকেই ধারণা করছেন সারাক্ষণ আর জে কিবরিয়া এই আপন ঠিকানা সহ আরও কয়েকটি পেজে অতিরিক্ত ব্যস্ত থাকার সূত্র থেকেই তার স্ত্রীর সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। আর জে কিবরিয়া দুই কন্যা সন্তানের জনক।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »