ভিয়েনা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খালেদা জিয়ার রোগমুক্তিতে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল ভিক্ষুক আ: জলিলের দোকান উদ্বোধন করলেন ইউএনও আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ারে সৈয়দ ফয়জুল কীরম থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৭ সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল বেগম খালেদা জিয়াকে দেখতে ইংল্যান্ডের ডা. রিচার্ড বিলি হাসপাতালে টেলিফোনে অস্ট্রিয়ার সংসদে বোমা হামলার হুমকি – হুমকিদাতা শনাক্ত – পুলিশ লালমোহনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ লালমোহনে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি

মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে গেল যুবকের বসত ঘর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • ২১ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের চরকালাচাঁদ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো. নূরনবী। ৪ সন্তান আর স্ত্রী নিয়ে তার সংসার। কৃষি কাজ আর পান বিক্রি করে কোনো রকমে চলে নূরনবীর সংসার। তবে মঙ্গলবার সকালে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে নিমেষেই নিঃস্ব হয়ে গেছেন তিনি। আগুনে পুড়ে গেছে তার ঘরে থাকা চাউল, আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার আর প্রয়োজনীয় সকল মালামাল। সব হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন নূরনবী। এ ঘটনায় চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

নূরনবী বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে আমার ছোট ছেলে ঘরে আগুন দেখে চিৎকার দেয়। এরপর স্থানীয়রা এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করতে আসে ফায়ার সার্ভিসও। তাদের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এরই মধ্যে পুড়ে যায় ঘরের ভিতরে থাকা সবকিছু। টিনসেড ঘরটিরও প্রায় ৯৫ ভাগ পুড়ে গেছে। এতে করে ঘর ও ঘরের মধ্যে মালামালসহ আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, আমি সামান্য কৃষি কাজ আর পান বিক্রি করে সংসার চালাই। এখন আগুনে আমার সব পুড়ে গেছে। এই ক্ষতি পোষানোর সাধ্য নেই। এখন সন্তান-স্ত্রী নিয়ে কোথায় থাকবো-কোথায় খাবো কিছুই বুঝতে পারছি না। আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি। সরকারের কাছে নতুন করে আমার ঘরটি তোলতে প্রয়োজনীয় সহায়তা কামনা করছি।

স্থানীয় মাহাতাব উদ্দিন হাসান জানান, নূরনবী একজন অসহায় মানুষ। এই অগ্নিকাণ্ডে তার অনেক বড় ক্ষতি হয়েছে। নতুন করে এখন ঘর তোলারও সাধ্য নেই নূরনবীর। তাই আমাদের দাবী সরকারিভাবে যেন তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

এব্যাপারে লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ ঘোষ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবারটিকে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদানের চেষ্টা করবো।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

খালেদা জিয়ার রোগমুক্তিতে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে গেল যুবকের বসত ঘর

আপডেটের সময় ০৮:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের চরকালাচাঁদ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো. নূরনবী। ৪ সন্তান আর স্ত্রী নিয়ে তার সংসার। কৃষি কাজ আর পান বিক্রি করে কোনো রকমে চলে নূরনবীর সংসার। তবে মঙ্গলবার সকালে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে নিমেষেই নিঃস্ব হয়ে গেছেন তিনি। আগুনে পুড়ে গেছে তার ঘরে থাকা চাউল, আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার আর প্রয়োজনীয় সকল মালামাল। সব হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন নূরনবী। এ ঘটনায় চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

নূরনবী বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে আমার ছোট ছেলে ঘরে আগুন দেখে চিৎকার দেয়। এরপর স্থানীয়রা এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করতে আসে ফায়ার সার্ভিসও। তাদের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এরই মধ্যে পুড়ে যায় ঘরের ভিতরে থাকা সবকিছু। টিনসেড ঘরটিরও প্রায় ৯৫ ভাগ পুড়ে গেছে। এতে করে ঘর ও ঘরের মধ্যে মালামালসহ আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, আমি সামান্য কৃষি কাজ আর পান বিক্রি করে সংসার চালাই। এখন আগুনে আমার সব পুড়ে গেছে। এই ক্ষতি পোষানোর সাধ্য নেই। এখন সন্তান-স্ত্রী নিয়ে কোথায় থাকবো-কোথায় খাবো কিছুই বুঝতে পারছি না। আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি। সরকারের কাছে নতুন করে আমার ঘরটি তোলতে প্রয়োজনীয় সহায়তা কামনা করছি।

স্থানীয় মাহাতাব উদ্দিন হাসান জানান, নূরনবী একজন অসহায় মানুষ। এই অগ্নিকাণ্ডে তার অনেক বড় ক্ষতি হয়েছে। নতুন করে এখন ঘর তোলারও সাধ্য নেই নূরনবীর। তাই আমাদের দাবী সরকারিভাবে যেন তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

এব্যাপারে লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ ঘোষ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবারটিকে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদানের চেষ্টা করবো।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস