সেমিফাইনালের পূর্বে কাতার বিশ্বকাপ ফুটবলে আবারও দুইদিনের বিরতি

কাতারে অনুষ্ঠিত ২২ তম ফিফা বিশ্বকাপ ফুটবলের আর মাত্র কয়েকটি খেলা বাকী

স্পোর্টস ডেস্কঃ গতকাল শনিবার কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর সেমিফাইনালের পূর্বে আজ রবিবার ও আগামীকাল সোমবার কাতার বিশ্বকাপ ফুটবলে পুনরায় দুইদিনের বিরতি।

তারপর আগামী মঙ্গলবার(১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় এবং মধ্য ইউরোপীয় সময়.তথা অস্ট্রিয়ার সময় রাত ৮ টায় ২২ তম ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা করবে ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনা।

আগামী বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় এবং অস্ট্রিয়ার সময় রাত ৮ টায় ২২ তম ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয়
সেমিফাইনালে কাতারের আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও ফ্রান্স।

এখানে উল্লেখ্য যে,গত বিশ্বকাপ ফুটবলের অর্থাৎ রাশিয়ার অনুষ্ঠিতব্য ২১ তম বিশ্বকাপ ফুটবলের দুই ফাইনালিস্ট বর্তমান ২২ তম বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে খেলছে। ২০১৮ সালে ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।

ফ্রান্স কি এবারও বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলবে ? ফ্রান্স সেমিফাইনাল খেলবে এই বিশ্বকাপের নতুন চমক মরক্কোর সাথে। গতকাল উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো কোয়ার্টার ফাইনালে অন্যতম শিরোপা প্রত্যাশি পর্তুগালে ১-০ গোলে পরাজিত করে ফুরফুরে মেজাজে আছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সমগ্র আরব, আফ্রিকা সহ প্রায় ৪০ টির ওপরে দেশের প্রায় দুই বিলিয়ন মানুষ মরক্কোর এই সাফল্যে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে।

অন্যদিকে ফ্রান্স গতকাল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সাথে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলে জয়লাভ করেছে। এদিকে ফ্রান্সের সুপারস্টার কাইলান এমবাপে এই পর্যন্ত ৫ গোল করে এখনও সর্বোচ্চ গোলদাতার শীর্ষে অবস্থান করছেন।

অন্য সেমিফাইনালে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি তার শেষ বিশ্বকাপ ফুটবলে সর্বাত্মক চেষ্টা করবেন বিশ্বকাপ ফুটবলের শিরোপা পুনরুদ্ধারের। গতবারের বিশ্বকাপ ফুটবলের রানার্স-আপ ক্রোয়েশিয়াও চেষ্টার কোন কমতি করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ থেকে অনেকেই বলছেন ফ্রান্স ও ক্রোয়েশিয়া যেহেতু গত বিশ্বকাপের ফুটবলের ফাইনাল খেলেছে,তাই এই বছর আর্জেন্টিনা ও মরক্কো ফাইনাল খেলার আশা করছি। অনেকে আবার এও মন্তব্য করছেন যে, বিশ্বকাপ ফুটবলে খেলার সাথে সাথে ভাগ্যের ব্যাপারটাও উড়িয়ে দেয়া যায় না। এখন দেখা যাক, সেমিফাইনাল পেরিয়ে কোন দুই দেশ আগামী রবিবার (১৮ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহায় ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »