পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় পপি সিকদার (১৮) নামে এক সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাগর হাওলাদারের বিরুদ্ধে।
বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার উত্তর মঠবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সাগর পলাতক রয়েছে। সে উত্তর মঠবাড়িয়া গ্রামের লিটন হাওলাদারের পুত্র।
নিহত পপির বাবা গৌতম জানান, গত ৪ বছর পূর্বে তার ৮ম শ্রেণীতে পড়–য়া কন্যা পপি স্কুলে যাওয়ার পথে সাগর জোর করে তুলে নিয়ে বিয়ে করেন। বিয়েতে তার পরিবার রাজি না থাকলেও তাদের দাম্পত্য জীবনে পুত্র সন্তান হওয়ায় মেয়ের সুখের কথা চিন্তা করে পরে মেনে নেন। কিন্তু সাগর নেশাগ্রস্থ হওয়ায় প্রায়ই পপিকে মারধর করত। সম্প্রতি পপিকে মারধর করে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। দুই দিন আগে আমার ছেলে অপু মেয়েটাকে জামাই বাড়ি দিয়ে আসে। সাগর আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।
নিহত পপির ভাই অপু সিকদার জানান, গত দুই দিন আগে আমি আমার বোনকে তারা স্বামীর বাড়িতে দিয়ে আসি, সকালে খবর পাই পপি মারা গেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পপির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস