ভিয়েনা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প জার্মানিতে শরণার্থীদের অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে আছে মঙ্গলবার অস্ট্রিয়া সফরে আসছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার ওমানে দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ ফিরল দেশে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তী, সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল তজুমদ্দিনে আগুনে পুড়লো ১৯ মাছের আড়ৎ ভিয়েনায় মার্সিডিজ গাড়ি পুড়ে ছাই ওয়াশিংটনে যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তি করতে বললেন ট্রাম্প

কাতারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের সূচনা হয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • ১২ সময় দেখুন

উদ্বোধনী দিনে ইকুয়েডরের কাছে স্বাগতিক কাতারের ২-০ গোলে পরাজয়

স্পোর্টস ডেস্কঃ গতকাল রবিবার (২০ নভেম্বর) অত্যন্ত জাঁকজমকের মাধ্যমে দোহার আল বায়াত স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রচুর বিতর্ক থাকলেও, উদ্বোধনী অনুষ্ঠানে মাতিয়ে দিয়েছে তারা। দেওয়া হয়েছে ঐক্যের ও সাম্যের বার্তা।

ফুটবলই যে দুনিয়াকে এক করতে পারে, সেই বার্তা বারে বারে উঠে এসেছে। নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রধানমন্ত্রী তথা দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল-মাখতুম। প্রথমে গানের অনুষ্ঠান হয়। তার পরেই বিশ্বকাপে ঐক্যের বার্তা শোনাতে শোনাতে হাজির হন হলিউডি অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। তাঁর সঙ্গে মঞ্চে প্রবেশ করেন কাতারের বিশেষ ভাবে সক্ষম ঘানেম আল-মুফতাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন কোরীয় ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জান কুক। তাঁর সঙ্গে গেয়েছেন কাতারের গায়ক ফাহাদ আল-কুবায়সি। এর আগের বিশ্বকাপে যে গানগুলি গাওয়া হয়েছিল, সেগুলি ফিরে এসেছে। ১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের গাওয়া ‘ওলে, ওলে’ থেকে ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা, ওয়াকা’, সবই শোনা গেল। আগের বারের বিশ্বকাপে যে সব ম্যাসকট ছিল, তাদেরকেও একে একে হাজির করানো হল।

বাংলাদেশের শীর্ষ স্থানীয় জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই প্রথম বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন কোরআন তিলওয়াত, বিটিএসের পরিবেশনা আর আতশবাজির মাধ্যমে শেষ হয়েছে।বাংলাদেশ সময় গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় কাতারের আল বাইয়াত স্টেডিয়ামে শুরু হয় এই উদ্বোধনী অনুষ্ঠান।  শুরু থেকে এই আয়োজনের বিশেষ দিক গুলো তুলে ধরা হলো পাঠকদের জন্য।

আরব্য নৃত্য দিয়ে শুরু বহুল কাঙ্ক্ষিত কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় নৃত্য দিয়ে। এই নৃত্যে আরব্য সংস্কৃতিকে তুলে ধরা হয়।

 

মরগান ফ্রিম্যান ও বিশেষক্ষমতা সম্পন্ন ব্যক্তি  আরব্য নৃত্যের পরেই হাজির হন বিখ্যাত হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান ও বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি গাফেন। গাফেন কোরাআন তিলওয়াত করেন।  ৩২ দেশের পতাকা প্রদর্শন মরগান-গাফেনের পর কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দেশের পতাকা প্রদর্শন করা হয়।

মাসকটের সঙ্গে সব বিশ্বকাপের গান পতাকা প্রদর্শনের পর মাসকট প্রদর্শন করা হয়। সঙ্গে ছিল ওয়াকা-ওয়াকা হতে শুরু করে ফিফা বিশ্বকাপের সব গানের পরিবেশনা।

বিটিএসের পারফর্ম সব সংস্করণের গানের পরিবেশনার পর আসেন বিটিএসের ঝংকুক। তিনি এবারের বিশ্বকাপের অফিসিয়াল গান ড্রিমার্স পরিবেশনা করেন।

সব শেষে কাতারের আমির বক্তব্য রাখেন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে কাতার বিশ্বকাপে স্বাগত জানান।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাতারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের সূচনা হয়েছে

আপডেটের সময় ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

উদ্বোধনী দিনে ইকুয়েডরের কাছে স্বাগতিক কাতারের ২-০ গোলে পরাজয়

স্পোর্টস ডেস্কঃ গতকাল রবিবার (২০ নভেম্বর) অত্যন্ত জাঁকজমকের মাধ্যমে দোহার আল বায়াত স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রচুর বিতর্ক থাকলেও, উদ্বোধনী অনুষ্ঠানে মাতিয়ে দিয়েছে তারা। দেওয়া হয়েছে ঐক্যের ও সাম্যের বার্তা।

ফুটবলই যে দুনিয়াকে এক করতে পারে, সেই বার্তা বারে বারে উঠে এসেছে। নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রধানমন্ত্রী তথা দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল-মাখতুম। প্রথমে গানের অনুষ্ঠান হয়। তার পরেই বিশ্বকাপে ঐক্যের বার্তা শোনাতে শোনাতে হাজির হন হলিউডি অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। তাঁর সঙ্গে মঞ্চে প্রবেশ করেন কাতারের বিশেষ ভাবে সক্ষম ঘানেম আল-মুফতাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন কোরীয় ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জান কুক। তাঁর সঙ্গে গেয়েছেন কাতারের গায়ক ফাহাদ আল-কুবায়সি। এর আগের বিশ্বকাপে যে গানগুলি গাওয়া হয়েছিল, সেগুলি ফিরে এসেছে। ১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের গাওয়া ‘ওলে, ওলে’ থেকে ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা, ওয়াকা’, সবই শোনা গেল। আগের বারের বিশ্বকাপে যে সব ম্যাসকট ছিল, তাদেরকেও একে একে হাজির করানো হল।

বাংলাদেশের শীর্ষ স্থানীয় জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই প্রথম বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন কোরআন তিলওয়াত, বিটিএসের পরিবেশনা আর আতশবাজির মাধ্যমে শেষ হয়েছে।বাংলাদেশ সময় গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় কাতারের আল বাইয়াত স্টেডিয়ামে শুরু হয় এই উদ্বোধনী অনুষ্ঠান।  শুরু থেকে এই আয়োজনের বিশেষ দিক গুলো তুলে ধরা হলো পাঠকদের জন্য।

আরব্য নৃত্য দিয়ে শুরু বহুল কাঙ্ক্ষিত কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় নৃত্য দিয়ে। এই নৃত্যে আরব্য সংস্কৃতিকে তুলে ধরা হয়।

 

মরগান ফ্রিম্যান ও বিশেষক্ষমতা সম্পন্ন ব্যক্তি  আরব্য নৃত্যের পরেই হাজির হন বিখ্যাত হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান ও বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি গাফেন। গাফেন কোরাআন তিলওয়াত করেন।  ৩২ দেশের পতাকা প্রদর্শন মরগান-গাফেনের পর কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দেশের পতাকা প্রদর্শন করা হয়।

মাসকটের সঙ্গে সব বিশ্বকাপের গান পতাকা প্রদর্শনের পর মাসকট প্রদর্শন করা হয়। সঙ্গে ছিল ওয়াকা-ওয়াকা হতে শুরু করে ফিফা বিশ্বকাপের সব গানের পরিবেশনা।

বিটিএসের পারফর্ম সব সংস্করণের গানের পরিবেশনার পর আসেন বিটিএসের ঝংকুক। তিনি এবারের বিশ্বকাপের অফিসিয়াল গান ড্রিমার্স পরিবেশনা করেন।

সব শেষে কাতারের আমির বক্তব্য রাখেন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে কাতার বিশ্বকাপে স্বাগত জানান।

কবির আহমেদ/ইবিটাইমস