ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি মালিপুর দরবার শরীফ মাঠে রেনেসাঁ মিনিবার ফুটবল টুনার্মেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ফাইনাল খেলায় সিদ্ধকাঠি একাদশ বনাম বিশ্বাস একাদশ মধ্যে প্রতিদ্বন্দ্ধিতা করে। এতে সিদ্ধকাঠি একাদশ ২ গোল করে বিজয়ী হয়।
টুনার্মেন্টে মোট ২১টি দল অংশ গ্রহণ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দল ও খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতারণ করেন নলছিটি পৌর আওয়ামী লীগের সভাপতি এসকেন্দার আলী খান, নলছিটি ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আলোমগির হোসেন আলো ও ওয়ার্ড কাউন্সিলর পলাশ তালুকদার।
বাধন রায় /ইবিটাইমস