ভোলায় জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত করায় পরীক্ষার্থীদের বিক্ষোভ

ভোলা: ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের অফিস সহায়কের ১৬টি শূন্য পদে আজ শুক্রবার ২২/০১/২০২১ ইং তারিখে পরীক্ষা দেওয়ার সময় নির্ধারন করেছেন ভোলা জেলা প্রসাশন কর্তৃপক্ষ। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে সকাল হতে হাজার হাজার শিক্ষার্থী তাদের কেন্দ্র ভোলা সরকারি কলেজ,শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ভোলা সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয়, ভোলা কালেক্টর স্কুল সহ বিভিন্ন কেন্দ্রে অবস্থান করেন। পরীক্ষার সময় ছিল বেলা ১০.৩০ মিনিট ।

বেলা ১০:৩০ মিনিট অতিক্রম করার পরই শিক্ষার্থীরা পরিক্ষা স্থগিতের খবরটি জানতে পারলে তারা একত্রিত হয়ে ভোলা জেলা প্রেসক্লাব, জেলা প্রসাশকের বাসভবন ও অতিরিক্ত জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিক্ষোভ ও মিছিল করে। শিক্ষার্থীরা জানায়, গত ৪ জানুয়ারী ২০২১ এ পোস্ট অফিসের মাধ্যমে তাদের প্রবেশপত্র পাঠায় জেলা প্রশাসন কতৃপক্ষ। তারা ভোলার প্রত্যন্ত অঞ্চল মনপুরা, চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন সহ দূরবর্তী স্থান হতে নানা কাজ ফেলে রেখে পরিক্ষায় অংশগ্রহন করতে এসেছে। কেউবা আবার গতকাল রাত্রেই রওনা করেছেন। তাহলে কেনই বা এমন ছলচাতুরী ? এমনটাই প্রশ্ন হাজারো শিক্ষার্থীর।

পরিক্ষা স্থগিতের বিষয়টি কেন পূর্বে জানানো হয়নি ? এমনটাই দাবী ছিল আজকের বিক্ষোভ ও মিছিলে পরীক্ষার্থীদের ।

সাব্বির আলম বাবু/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »