বরিশালে গণসমাবেশে যেতে বাঁধা দিতে বিএনপির নেতাকর্মীদের হুমকি ধামকির প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি: আগামী ০৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণ সমাবেশকে কেন্দ্র করে পিরোজপুরে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন হুমকি ধামকি ল না ও বাঁধা প্রদানের প্রতিবাদে এবং প্রশাসনের নিরপেক্ষ দায়িত্ব পালনের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পিরোজপুর জেলা বিএনপি।

বুধবার (০২ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য এ্যাড. আবুল কালাম আকন, সদস্য শেখ শহিদুল্লাহ শহিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. রহিমা হাসি প্রমুখ।

জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, আগামী ০৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণ সমাবেশকে কেন্দ্র করে পিরোজপুরের সকল উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুলোতে লিফলেট বিতরণ ও প্রচারনা চালালে আওয়ামীলীগ এর নেতৃত্বে ছাত্রলীগ বাধা প্রদান করছে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিএনপির যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের হুমকি ধামকি সহ বিভিন্ন ভাবে বাধা দিচ্ছে। বেশ কয়েকটি জায়গায় নেতাকর্মীদের লাি ত করা ও হামলার ঘটনাও ঘটেছে। আমরা সকল বাঁধা বিপত্তিকে অতিক্রম করে পিরোজপুর জেলা থেকে ১৫ হাজার লোক নিয়ে বিভাগীয় সমাবেশে উপস্থিত হতে চাই। পথে নেতাকর্মীদের বাঁধা দিয়ে বিশৃঙ্খলা না করার অনুরোধ করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুরোধ জানানো হয়।

জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের উপরে একাধিক বার হামলার ঘটনা ঘটেছে , প্রচারনায় বাধা দেয়া হচ্ছে । তবে সকল বাধাকে উপেক্ষা করে আগামী ০৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণ সমাবেশকে সফল করতে আমরা বরিশালে যাবো। আমাদের মঠবাড়িয়া ও নেছারাবাদের নেতাকর্মীরদের অনেকই ইতিমধ্যেই বরিশালে পৌছেন, বাকিরা নির্দিষ্ট সময়ে গণসমাবেশে যোগদান করবেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »