ঝিনাইদহ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান মারা গেছে(ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
চিকিৎসকরা বলছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ভীড় করেন অসংখ্য নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ।
স্থানীয়রা জানায়, গতকাল রাতে সাংগঠনিক সব কাজ সেরে শহরের গীতাঞ্জলী সড়কের নিজ বাসভবনে ঘুমিয়ে পড়েন মসিউর রহমান। এখানে তিনি একাই থাকতেন, পরিবারের সদস্যরা ঢাকাতে থাকেন। সকালে তিনি ড্রাইভারকে শরীর খারাপ লাগছে বলে ফোন দিয়ে দ্রæত বাসায় আসতে বলেন। এরপর ড্রাইভার সহ অন্যরা এসে ডাকাডাকি করে না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে মসিউর রহমান বিছানায় পড়ে আছে। এরপর তাকে দ্রত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ছোয়া ইসরাইল জানান, হাসপাতালে মৃত্য অবস্থায় তাকে পেয়েছি। প্রয়োজনীয় পরীক্ষা করে বোঝা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
মসিউর রহমানের মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক প্রকাশ করছেন।
শেখ ইমন/ইবিটাইমস