ভিয়েনায় বরিশাল বিভাগীয় সমিতির জাঁকজমক ব্যাডমিন্টন টুর্নামেন্ট

অস্ট্রিয়ার ব্যাডমিন্টন ফেডারেশনের ইনডোর স্টেডিয়ামে দুপুর ৩ টা থেকে রাত ৮ পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ আজ সোমবার (৩১ অক্টোবর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের অস্ট্রিয়ার ব্যাডমিন্টন ফেডারেশনের ইনডোর স্টেডিয়ামে (Maxx Sport Center,Vienna 1210) বরিশাল বিভাগীয় সমিতি কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির ভিয়েনায় বসবাসকারী প্রবাসীদের মোট ১২ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। লটারির মাধ্যমে এই ১২ টি দল ‘এ’ এবং ‘বি’ নামে দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে।

লীগ পদ্ধতির মাধ্যমে খেলায় উভয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। সেমিফাইনাল থেকে ফাইনাল খেলা পর্যন্ত প্রত্যেকটি খেলা তিন গেইম এর মাধ্যমে সম্পন্ন হয়।

ফাইনাল খেলায় শামীম ও রুমন জুটি বা দল আজীম ও মাসুম জুটি বা দলকে পরাজিত করে বরিশাল বিভাগীয় সমিতির “ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ এর শিরোপা অর্জন করে।

ফাইনাল খেলার ফলাফলঃ

চ্যাম্পিয়ন : শামীম + রুমন
রানার্স আপ : আজীম+ মাসুম
৩য় স্থান: দীন ইসলাম + রাফী

ম্যান অফ দ্যা টুর্নামেন্টঃ রুমন

শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার খেলে এবং অত্যান্ত ক্রিয়া নৈপুণ্য দেখিয়ে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ট্রফি তিনি জিতে নিয়েছেন রুমন।

খেলাশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি আনোয়ার শাহজামাল হাওলাদার,সাধারণ সম্পাদক আকতারুজ্জামান শিবলী, সাংস্কৃতিক সম্পাদিকা রেনেসা মনির ও নাদিরা শিকদার সহ কার্যকরী কমিটির সকল সদস্য। তাছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগীয় সমিতি কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ এ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি থেকে যারা সহযোগিতা করেছেন তারা হলেন যথাক্রমে হেলাল উদ্দিন, রুহুল আমিন ভুইয়া, খন্দকার শাহরিয়ার শাহেদ, মাসুদুর রহমান মাসুদ, জাকারিয়া সাইমুন এবং জাফর ইকবাল বাবলু প্রমুখ।

বরিশাল বিভাগীয় সমিতির পক্ষ থেকে সহ সভাপতি সম্রাট ইসলাম বরিশাল বিভাগীয় সমিতি আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ এ সার্বিক সহযোগিতার জন্য অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তাছাড়াও তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২ টি দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »