আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে আগাম নির্বাচনের দাবিতে শুক্রবার রাজধানী ইসলামাবাদে “লং মার্চ” শুরু করেছেন। ইমরান খানের নেতৃত্বে রাজপথের এই আন্দোলন পাকিস্তানের বর্তমান সরকারকে বেশ চাপের মুখে ফেলেছে।
সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা ইমরান এপ্রিল মাসে তার জোটের কিছু অংশীদারদের দল ত্যাগের পর এক অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। তবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এখনো নিজের ব্যাপক জনসমর্থন বজায় রাখতে পেরেছেন ইমরান।
লংমার্চে হাজার হাজার লোক যোগ দিয়েছে। আগামী সপ্তাহব্যাপী প্রায় ৩৮০ কিলোমিটার পথ লং মার্চ করে লাহোর থেকে ইসলামাবাদে যাবে এই বহর। এ সময় পথে পথে বিভিন্ন স্থানে পথসভা করবে ইমরানের দল।
লংমার্চকে কেন্দ্র করে রাজধানীতে এরইমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মিছিলকারিদের বাধা প্রদানে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ব্যবস্থা রেখেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় ইমরান খানকে বলেন, ‘আমি গ্রেফতারসহ কোনো কিছুতেই ভয় পাই না।’
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ