সাদা মনের কবি বেলাল ফরাজির চতুর্থ প্রয়াণবার্ষিকী ১৩ অক্টোবর

রিপন শান: সমকালীন বাংলা কবিতার প্রবহমান সংগঠন ম্যাজিকলন্ঠণ সাহিত্য আড্ডার নিয়মিত মুখ  সাদা মনের কবি বেলাল ফরাজির চতুর্থ প্রয়াণবার্ষিকী  ১৩ অক্টোবর।
১৯৬৫ সালে বেলাল ফরাজি নরসিংদী জেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুরে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে মুক্তচিন্তা প্রকাশনা থেকে তাঁর একমাত্র কবিতার বই কালবেলার সংলাপ প্রকাশিত হয়।
শখের ফটোগ্রাফার আর নিবেদিতপ্রাণ কবিতাকর্মী বেলাল ফরাজি আমার সময়ের এক বিস্ময়কর প্রতিভা। তাঁর কবিতার উচ্চারণের ভিন্নতা উপভোগ্য হয়ে উঠেছিলো দেশজুড়ে। জটিল কিডনি রোগে আক্রান্ত বেলাল ফরাজি ২০১৮ সালের এই দিনে গাজিপুরের করমতলায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগের দিনেও তাঁর কণ্ঠে কবিতা ধ্বণিত হয়েছে ।
কবি বেলাল ব্রাজিল ঘণিষ্ঠ বন্ধু কবি জামিল জাহাঙ্গীর জানিয়েছেন-  তাঁর শেষ ইচ্ছা ছিল অপ্রকাশিত লেখাগুলো থেকে নতুন একটি কবিতার বই বের করার। নতুন বই দেখে যাওয়া হয়নি তাঁর। আমরা কথা দিয়েছিলাম ঠিকই কিন্তু রাখতে পারিনি। নানা ছুতোনাতায় বেলালের সঙ্গে আমার হৃদ্যতা গড়ে উঠেছিল। কিন্তু মূল সুর ছিল কবিতা। নিরন্তর অনুশীলনের মাধ্যমে তাঁর সৃষ্টি মনোগ্রাহী। তোকে মিস করি বন্ধু। তোর ইজিবাইকে চড়ে বেলাই বিলের মাছগুলোর সঙ্গে আর দেখা হয় না। মিরেরবাজার থেকে উলুখোলা হাওয়াই মিঠাই তেরমুখ ব্রিজ সবখানে তুই তোর ছাপ রেখে গেলি। এপারে আমরা ভালো নেই। ওপারে তুই ভালো থাকিস। একে একে আমরাও চলে আসছি অপেক্ষায় থাক দেখা তো হবেই ।
চতুর্থ প্রয়াণবার্ষিকীতে কবি বেলাল ফরাজি’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে- জাতীয় কবিতা পরিষদ, পদক্ষেপ বাংলাদেশ, ম্যাজিক লন্ঠন, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার, জাতীয় সাংস্কৃতিক ধারা, সাউন্ড বাঙলা, কবি সংসদ বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
ব্যবস্থাপনা সম্পাদক/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »