ট্রফি নিয়ে বুধবার দেশে ফিরছেন চ্যাম্পিয়ন মেয়েরা

স্পোর্টস ডেস্ক: হিমালয়ের দেশে সাফের মুকুট জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো এই অর্জন নিজেদের ঝুলিতে নিয়েছেন লাল-সবুজের মেয়েরা। ট্রফি জিতে এবার ঘরে ফেরার পালা চ্যাম্পিয়ন মেয়েদের। আজ  বুধবার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরবেন সানজিদা-সাবিনারা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বুধবার কাঠমুন্ডু থেকে স্থানীয় সময় দুপুর ১২টায় বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় রওনা হবে বাংলাদেশ নারী দল। দুপুর দেড়টা নাগাদ ঢাকায় পা রাখবেন সাবিনারা।

ঢাকায় পা রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা পাবেন চ্যাম্পিয়ন মেয়েরা। এরপর সেখানে তাদের ফেরার জন্য অপেক্ষায় থাকবে ছাদখোলা বাস। সেটিতে করেই স্টেডিয়ামে ফিরবেন সানজিদা-কৃষ্ণারা।

এরই মধ্যে চ্যাম্পিয়ন মেয়েদের জন্য মঙ্গলবার বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয়েছে। আজই বাসটি চ্যাম্পিয়ন নারীদের জন্য পুরোপুরি প্রস্তুত করা হবে। এরপর কাল চ্যাম্পিয়ন মেয়েদের আনতে বাসটি যাবে বিমানবন্দরে।

গত সোমবার সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ নারী দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে ৩-১ গোলে স্বাগতিক নেপালকে হারায় মেয়েরা।

জয়ের ম্যাচে সেরা হয়েছেন কৃষ্ণা রানী সরকার। অন্যদিকে টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করেছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। টুর্নামেন্ট সেরা গোলকিপার হয়েছেন বাংলাদেশের রুপনা চাকমা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »