ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে ক্রমবর্ধমান বিক্ষোভ-সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক টুইট বার্তায় এ উদ্বেগ প্রকাশ করে ঢাকাস্থ ইইউ দূতাবাস।
টুইটে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। আরও বলা হয়, ইইউ এবং সদস্য রাষ্ট্রগুলি কূটনৈতিক অনুশীলনের সাথে সঙ্গতি রেখে রাজনৈতিক দলগুলির সাথে জড়িত। গত কয়েক সপ্তাহে দেশের অধিকাংশ জেলায়, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গুলিতে নিহতের ঘটনা ঘটেছে। এছাড়াও বিএনপির অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া হয় মামলা।
নির্বাচন সামনে রেখে অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করা জরুরি বলেও জানায় সংস্থাটি। সেই সঙ্গে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করা জরুরি বলে টুইটে জানিয়েছে সংস্থাটি।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ