নেত্রকোনা প্রতিনিধি: জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত আওয়ামী লীগের মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্যে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠুসহ ১৫ জন আহত হন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা সদরের মোক্তারপাড়া এলাকার পাবলিক হলে এ ঘটনা ঘটে।
সংগঠনের নেতাকর্মীরা জানান, জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকালে দলীয় প্রার্থী মুক্তিযোদ্ধা অসিত সরকার সজলের সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক প্রশান্ত কুমার রায়সহ দলটির সিনিয়র নেতারা উপস্থিতি ছিলেন। সভা পরিচালনা করছিলেন জেলা আওয়ামী লীগের অপর যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বক্তব্যের পর মূল দলের সাংগঠনিক সম্পাদকদের বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়। এ সময় দলটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মনোয়ার জাহান সুজন সম্পাদকমণ্ডলীর কাউকে বক্তৃতার জন্য না ডাকার কারণ জানতে চাইলে এ নিয়ে নজরুল ইসলাম খানের সঙ্গে বাদানুবাদ হয়। একপর্যায়ে নজরুল ইসলাম খানের ছেলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামিও সুজনের সঙ্গে তর্কে লিপ্ত হন। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ ঘটনায় সভাটি পণ্ড হয়ে যায়।
নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল মাহমুদ বলেন, দুই পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। বড় ধরনের সংঘর্ষ এড়াতে এ সময় উভয়পক্ষকে সরিয়ে দেওয়া হয়। তবে এ বিষয়ে কোনও পক্ষ লিখিত অভিযোগ করেনি বলে জানান তিনি।
নেত্রকোনা/ইবিটাইমস/এমএইচ